Birbhum News: অনুব্রত মণ্ডলের ভাইপোর কীর্তি, মেয়ের বায়না মেটাতে গড়লেন ৩০ সেন্টিমিটারের দুর্গা!
- Reported by:SOUVIK ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
মেয়ের বায়না মেটাতে মাত্র ৩০ সেন্টিমিটারের দুর্গা মূর্তি তৈরি করে সাড়া ফেলে দিলেন অনুব্রত মণ্ডলের ভাইপো
বীরভূম: মেয়ে আবদার মেটাতে মাত্র ৩০ সেন্টিমিটার উচ্চতার দুর্গা মূর্তি গড়ে তাক লাগিয়ে দিলেন বাবা। এই বাবা আবার যে সে নন, কেস্ট মণ্ডল মানে দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ভাইপো সুমিত মণ্ডল।
মেয়ের আবদারে এই ছোট্ট দুর্গা মূর্তি তৈরি করতে অনুব্রত ভাইপো সুমিত মণ্ডলের সময় লেগেছে ১৮-২০ দিন। এই প্রসঙ্গে সুমিত জানান, মাত্র আড়াই হাজার টাকার মধ্যে তিনি তৈরি করে ফেলেছেন গণেশ-কার্তিক-লক্ষ্মী-সরস্বতী সহ দেবী দুর্গার দশভুজা সিংহবাহিনী মূর্তি, তাও আবার ৩০ সেন্টিমিটার উচ্চতার মধ্যে।
advertisement
advertisement
এই ছোট্ট দুর্গা মূর্তি প্রথা মেনেই পুজো করা হবে। এর জন্য তৈরি হবে মণ্ডপ। সুমিতের স্ত্রী পিয়ালী জানান, এই ছোট্ট দুর্গা মূর্তি তৈরিতে স্বামীকে তিনিও সাহায্য করেছেন। আবদার মেনে বাবা ছোট্ট দুর্গামূর্তি তৈরি করে দেওয়ায় তাঁদের মেয়ের খুব খুশি হয়েছে বলে জানান পিয়ালী। অন্যান্য আর পাঁচটি পুজোর মতোই এইখানে উমাকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন ফল, মিষ্টি, লুচি, সুজি দিয়ে ভোগ নিবেদন করা হবে।সকলের সাথে আনন্দ ভাগ করে নেবেন এই পুজোর মাধ্যমে।
advertisement
সৌভিক রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 12, 2023 9:05 PM IST









