Birbhum News : দুর্গাপুজোর আগেই লক্ষ্মী পুজোর তোড়জোড়, তাক লাগাতে চলেছে বীরভূমের ২২ ফুটের প্রতিমা

Last Updated:

একেবারে ভিন্ন চিত্র ধরা পড়ল বীরভূমে। যেখানে দুর্গা পুজো নয়, বরং দুর্গা পুজোর পর লক্ষ্মী পূজো নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে তৎপরতা।

+
২২

২২ ফুটের লক্ষ্মী প্রতিমা

#বীরভূম: সামনেই দুর্গাপুজো আর এই দুর্গা পুজোকে কেন্দ্র করে বাংলা জুড়ে চলছে পুজোর তোড়জোড়। তবে এসবের মাঝেই একেবারে ভিন্ন চিত্র ধরা পড়ল বীরভূমে। যেখানে দুর্গা পুজো নয়, বরং দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে তৎপরতা। এখন থেকেই এই তৎপরতা কেনই বা শুরু হবে না! কারণ এখানকার লক্ষ্মী প্রতিমা যে ২২ ফুটের।
বিশালাকৃতির ২২ ফুটের এই লক্ষ্মী প্রতিমা নিয়ে পুজো উদ্যোক্তারা দাবি করেছেন, বীরভূমে এত বড় লক্ষ্মী প্রতিমা অন্য কোথাও হয় না। এছাড়াও তারা দাবি করেছেন, রাজ্যেও কোথাও এত বড় লক্ষ্মী প্রতিমা দিয়ে লক্ষ্মীপূজো করা হয় কিনা তাদের জানা নেই। মোটের উপর তারা এই বছর এই বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা তৈরি করিয়ে একপ্রকার রেকর্ড গড়তে চলেছে।
advertisement
advertisement
এই বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা দেখা যাবে সিউড়ি থেকে বোলপুর যাওয়ার রাস্তায় পুরন্দরপুরের আদিরে পাড়ায়। ইতিমধ্যেই এই লক্ষ্মী প্রতিমা তৈরি করার কাজ প্রায় ১৫ দিন আগে থেকে শুরু হয়েছে। বর্তমানে প্রতিমার কাঠামো তৈরি হওয়ার পাশাপাশি তার গায়ে মাটি লেগেছে। বিশালাকৃতির এই লক্ষ্মী প্রতিমা ঠিকঠাক ভাবে তৈরি করার জন্য বিশাল প্যান্ডেল তৈরি করার কাজ চলছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই লক্ষ্মী প্রতিমার পেঁচাই অন্ততপক্ষে ছয় ফুটের।
advertisement
এমন পুজোর আয়োজন করা হয়েছে আদিরে পাড়া সার্বজনীন লক্ষ্মীপুজো কমিটির তরফ থেকে। স্থানীয় বাসিন্দাদের অনুদানে প্রতিবছর এখানে ধুমধাম করে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। দেখতে দেখতে এই লক্ষ্মীপুজো এবার ৩৫ বছরে পা দিতে চলেছে। তবে এর আগে কোন দিন এখানে এই রকম বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা তৈরি করা হয়নি। এই প্রথম এমন লক্ষ্মী প্রতিমা তৈরি করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন UNESCO-র প্রতিনিধিদের দেওয়া দুর্গামূর্তি তৈরি হয়েছে 'এই' শিল্পীর হাতে
২২ ফুটের এই লক্ষ্মী প্রতিমাকে ঘিরে এখন থেকেই এখানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে উৎসাহ ও উদ্দীপনা। পাঁড়ুই থেকে আসা মৃৎশিল্পী দিনরাত এক করে এই প্রতিমা তৈরি করার কাজ চালাচ্ছেন। তার সহযোগিতায় রয়েছেন চারজন সহকর্মী। বিশালাকৃতির লক্ষ্মী প্রতিমা তৈরি করে এই পুজো কমিটি এলাকায় নজির তৈরি করার পাশাপাশি পুজোর সময় ছয় দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বলেও জানিয়েছেন তারা।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : দুর্গাপুজোর আগেই লক্ষ্মী পুজোর তোড়জোড়, তাক লাগাতে চলেছে বীরভূমের ২২ ফুটের প্রতিমা
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement