ডঃ মনোহর লোহিয়াকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি নীতীশ কুমারের
Last Updated:
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে স্বর্গীয় ডঃ মনোহর লোহিয়াকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানালেন ৷ তিনি অনুরোধ করেছেন ১২ অক্টোবর স্বর্গীয় ডঃ মনোহর লোহিয়ার জন্মদিনেই তাঁকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হোক ৷ তিনি আরও আর্জি জানান গোয়া বিমান বন্দরের নাম ডঃ লহিয়ার নাম অনুসারে রাখা হোক ৷
#পটনা: স্বর্গীয় ডঃ মনোহর লোহিয়াকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তিনি অনুরোধ জানিয়েছেন ১২ অক্টোবর স্বর্গীয় ডঃ মনোহর লোহিয়ার জন্মদিনেই তাঁকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হোক ৷ তিনি আরও আর্জি জানান গোয়া বিমান বন্দরের নাম ডঃ লহিয়ার নাম অনুসারে রাখা হোক ৷
অকংগ্রেস নেতাদের জোটবদ্ধ করে এক অটুট বিপক্ষ গড়ে তোলার পাশাপাশি মহিলাদের প্রতি তাঁর নিঃস্বার্থ অবদানের কথা মাথায় রেখেই লোহিয়াকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানিয়েছেন নীতিশ কুমার ৷
advertisement
Location :
First Published :
April 30, 2018 12:27 PM IST