উমা রিভিউ: শহুরে মানুষের ব্যস্ত মনে লুকিয়ে থাকা আবেগকে খোঁচা দেবেই ‘উমা’

Last Updated:

এখনও এই শহরের কিছু মানুষের মধ্যে আবেগ রয়েছে ! আমরা তাঁদের কাছে যাবও ! ’

#কলকাতা: ‘এখনও এই শহরের কিছু মানুষের মধ্যে আবেগ রয়েছে ! আমরা তাঁদের কাছে যাবও ! ’ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘উমা’কে এই একটি সংলাপেই হয়তো বেঁধে ফেলা যায় ৷ কারণ, উমা আসলে একটি ‘আবেগ’ ৷ একটি মেয়ের সঙ্গ নিয়ে তা ছবির ‘রূপক’ ৷ আর এই রূপকগুলোকেই পরপর সাজিয়ে ‘উমা’ গড়েছেন সৃজিত ৷ ঠিক যেমন চরিত্রের নাম, উমা, হিমাদ্রী, মেনকা, ব্রহ্মনন্দ, বিশ্বরূপ, অর্ক, বরুণ, মহীতোষ সূর ৷ প্রত্যেকটি চরিত্রই উমার সঙ্গে সামঞ্জস্য রেখে ৷ আর রয়েছে আমাদের শহর ৷ শহর কলকাতা !

উমা

4/5
undefined undefined ১|বাংলাNaN hrs NaN mins|ড্রামা
Starring:যিশু সেনগুপ্ত, সারা সেনগুপ্ত, শ্রাবন্তীDirector:সৃজিত মুখোপাধ্যায়Music:অনুপম রায়, নীল দত্ত
Watch Trailer
সৃজিত এই প্রত্যেকটি বিষয়কে একসঙ্গে করে এক গল্প বেঁধেছেন ৷ যে গল্পে উমার আগমণ ও ইচ্ছে পূরণ ৷ আর তার সঙ্গে মিলিয়ে দিয়েছেন ওন্তারিয়োর বাসিন্দা ইভানের গল্পকে ৷ ইভানের গল্পে যা ছিল বড়দিন ৷ ‘উমা’তে তাই দুর্গাপুজো ৷
advertisement
advertisement
আমাদের কাছে দুর্গাপুজো মানেই সত্যিই তো নস্ট্যালজিয়া ৷ সত্যিই তো নতুন কিছুর শুরু কিংবা ইচ্ছে পূরণের দিন মাপা ৷ তাই তো বছরের শুরুতে বাড়িতে ক্যালেন্ডার ঢুকলে, প্রায় অভ্যাসের মতো সবাই দেখে নিই, এবারের দুর্গাপূজোর তারিখগুলো ৷ এই অভ্যাসকেই যেন ছবির প্রেক্ষিতে ব্যবহার করলেন সৃজিত ৷ সুইজারল্যান্ডে বড় হওয়া উমার কাছে দুর্গাপুজোর ক্যালেন্ডার নেই, রয়েছে বাবার কাছে শোনা কলকাতার দুর্গাপুজোর গল্প ৷ আর রয়েছে মাকে সামনে থেকে দেখার ইচ্ছে ৷
advertisement
আপাত দৃষ্টিতে দেখলে এই ছবি এক বাবা ও মেয়ের ইচ্ছে পূরণের গল্প ৷ কিন্তু গল্পের তোর যত এগোয়, বাবা ও মেয়ে থেকে বেরিয়ে যেন উমা গল্প বলে সর্ব সাধারণেই ৷ গল্প বলে শহুরে মানুষের, গল্প বলে কলকাতার আবেগের ৷
কলকাতা কী আবেগ হারিয়েছে? কিছু দৃশ্যে সে প্রশ্নও তোলেন সৃজিত ৷ আবার পরের মুর্হূর্তে তার উত্তরও দেয় ৷ আর তাই তো ছোটো ছোটো দৃশ্যে এক ‘নকল’ পুজোর আয়োজন করে শহরের আসল ছবিটাকে সামনে এনে দাঁড় করান সৃজিত ৷ ঠিক যেমন ছবিতে সিনে পরিচালক ব্রহ্মদেব (অঞ্জন দত্ত )! নিজের স্ত্রী ও সন্তানের সঙ্গে দূরত্বের মাপ পায় উমার হাত ধরে ৷ তাই তো সঠিক, সুন্দর ক্লাইম্যাক্স দিতে প্রায় পাগল হয়ে ওঠেন তিনি ৷ ঠিক যেমন টলিউড ইন্ডাস্ট্রির গোবিন্দ অবলীলায় ছিঁড়ে ফেলে চেক ! ঠিক যেমন প্রথমে ‘অসূর’ হয়ে আসা মহীতোষ সূর, প্রতিফলনে দেখে নেয়, নিজের ভিতরের ‘নোংরা’ মানুষটিকে ৷ উমার চোখে চোখ দিয়ে বদলে যায় নামকরা ‘গুন্ডা’ (বাবুল সুপ্রিয়) ! অভিনয় করতে করতে মারিয়ামের চোখ ভিজে যায় আসল চোখের জলে ৷ এমনকী, বদলে যায় হিমাদ্রী স্ত্রীয়ের ‘প্রেমিক’ ইন্দ্রনীলও (সৃজিত মুখোপাধ্যায়) ৷
advertisement
উমা ছবিতে পর পর সৃজিত এনেছেন অনেক কিছু ৷ সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত, ধর্ম নিয়ে রাজনীতি ৷ কিন্তু প্রত্যেকট বিষয়েই এক বদলে যাওয়ার ইচ্ছে বা বদলের সংকেত দিয়েছেন সৃজিত ৷ ‘উমা’ আসলে এক পালটা হাওয়া ৷ ঠিক যেমন অক্টোবরের অকাল-বোধন ছবিতে এল বাসন্তি পুজো রূপে ৷
আসলে আবেগের কোনও আসল, নকল, সঠিক সময় বা বেঠিক সময় হয় না ৷ যেকোনও সময়ই উমা জাগতে পারে মনের ভিতর ৷ তাই যেন প্রতিটি ফ্রেমে বলে গিয়েছেন পরিচালক সৃজিত ৷ এখানেই এই ছবির সবচেয়ে বড় প্রাপ্তি ৷ তবে চিত্রনাট্য আরও কমপ্যাক্ট হতে পারত ৷ ছবির শেষে এসে শ্রাবন্তীর সংলাপে শহরের ‘ন্যারেটিভ’ বেমানান লাগে ৷ কারণ, গোটা ছবিতেই তো আবেগের শহরের কথা বলেছেন সৃজিত ৷ সংলাপের সাহায্য নিয়ে জোর করে মনে করানোর কী প্রয়োজন ছিল ! তাই শেষে রেশটুকু থাকলেই হতো ! ‘উমা’র ছবি থেকে আরেক প্রাপ্তি, অনুপমের গান ৷ সৌমিক হালদারের ক্যামেরা অসাধারণ ৷
advertisement
অভিনয়ের দিক থেকে যিশু সেনগুপ্ত, অঞ্জন দত্তের কাঁধেই ছবির গুরু দায়িত্ব ছিল ৷ হতবাক করেছেন বাবুল সুপ্রিয় ৷ ছোট্ট সারা সেনগুপ্ত-র অভিব্যক্তি নজর কাড়ে ৷ অল্প পরিসরে গার্গী বেশ ভালো৷  শ্রাবন্তী, রুদ্রনীল, অনিবার্ণ যথাযথ ৷ ছবিতে রাজ চক্রবর্তী, কমলেশ্বর, অরিন্দম শীল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, নুসরৎ, মিমি-র উপস্থিতি টলিউড ইন্ডাস্ট্রিকে একটা পরিবারের লুক দেয় ৷ সবশেষে বলা যায়, বক্স অফিসের অঙ্ক যাই হোক না কেন, ‘উমা’ শহুরে মানুষের ব্যস্ত মনে লুকিয়ে থাকা আবেগকে খোঁচা দেবেই !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
উমা রিভিউ: শহুরে মানুষের ব্যস্ত মনে লুকিয়ে থাকা আবেগকে খোঁচা দেবেই ‘উমা’
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement