Bankura News: আপনিও সহজেই ফলের চাষ শুরু করে হতে পারেন লাভবান! কী কী সুবিধা পেতে পারেন

Last Updated:

ইতিমধ্যেই বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় শুরু বিভিন্ন লাভ দায়ী ফলের চাষ। দেরি না করে জেনে নিন আপনিও কীভাবে শুরু করবেন

বাঁকুড়া: বর্তমানে ক্ষুদ্র বা প্রান্তিক কৃষকদের জন্য সরকারি তরফে রয়েছে গুরুত্বপূর্ণ বহুল স্কিম। সাধারণ উদ্যোগী বা যারা কৃষক নন তারা কি তাহলে বঞ্চিত হচ্ছেন? একদমই না। শুধুমাত্র ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক নয় এবার যেকোন আগ্রহী ব্যাক্তি MIDH (মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার )এর আওতায় "সেন্ট্রাল এক্সপানশন অফ পটেনশিয়াল / নন পটেনশিয়াল ফ্রুটস"বা "নতুন বাগান তৈরি এবং ফল চাষের এলাকা সম্প্রসারণ" এই বিশেষ যোজনার মাধ্যমে সুবিধা পাচ্ছেন  । কি সুবিধা? আর কিভাবেই পাওয়া যাচ্ছে এই সুবিধা? কী ভবিষ্যত এর? কতটা লাভদায়ী ব্যবসা হতে পারে এ ক্ষেত্রে, সব রকম খুঁটিনাটি জেনে নিন এখানে ৷
যে কোন উদ্যোগী সাধারণ মানুষ এবং কৃষকদের জন্য নতুন বাগান তৈরি বা ফল চাষের এলাকা সম্প্রসারণের জন্য একদম বিনামূল্যে উদ্যানপালন দফতরের তরফ থেকে অত্যন্ত ভাল গুণগত মানের চারা দেওয়া হচ্ছে। যে কোন ফল যেমন আম ,পেয়ার, পেঁপে ইসরাইলি ভ্যারাইটির কলা, মসম্বি এবং বেদানা। শুধুমাত্র বিনামূল্যে চারাই নয় তার সাথে যে কোনও রকম সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে বাঁকুড়া উদ্যানপালন দফতর। চারার প্রতিপালন থেকে শুরু করে ফল উদ্বোধন পর্যন্ত কিভাবে একটি চারাকে সুস্থ রাখতে হয় এবং তার থেকে মুনাফা তুলে আনতে হয় এই সব ক্ষেত্রেই উপদেশ দেওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছে বাঁকুড়া উদ্যানপালন দফতর। এই বিষয়ে ডেপুটি ডিরেক্টর অফ হর্টিকালচার ,বাঁকুড়া কৃষ্ণেন্দু নন্দন জানান "ধৈর্য ধরে আমাদের পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতিতে যদি চারাগুলি প্রতিপালন করা হয় এবং দুই থেকে তিন বছর সময় দেওয়া হয় তাহলেই ধীরে ধীরে ফল পাওয়া যাবে এবং ধারাবাহিকতার সাথে কাজ করে গেলে মুনাফাও আসতে শুরু করবে।"
advertisement
advertisement
বিনামূল্যে ভাল গুণগতমানের পছন্দের ফলের চারা নিতে গেলে যোগাযোগ করতে হবে আপনার নিকটবর্তী উদ্যান পালন দফতরে। বাঁকুড়াতে ইতিমধ্যেই এই যোজনার আওতাধীন অনেকেই কাজ শুরু করে দিয়েছেন। গত বছর সেপ্টেম্বর মাসে কৃষ্ণপুর সিমলাপাল এর সুজিত কুমার সিনহা মহাপাত্র বাঁকুড়া উদ্যানপালন দফতরের কাছে মুসাম্বি , আম, ড্রাগণ ফ্রুট এবং কলার চারা নেন। তিনি জানান যে উদ্যানপালন দফতরের সহযোগিতায় তিনি অত্যন্ত খুশি। দুই থেকে তিন বছর সঠিকভাবে পরিচর্যা করলেই যথেষ্ট পরিমাণ মুনাফার জন্য আশাবাদী তিনি।
advertisement
তাই আর দেরি না করে নিজের ভাগ্য বদলাতে চলে আসুন উদ্যানপালন দপ্তরে। বিনামূল্যে ভাল মানের চারা এবং উদ্যান পালন দপ্তরের টেকনিক্যাল সহায়তায় আপনারও তৈরি হতে পারে স্থায়ী সচ্ছল ব্যবসা।
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: আপনিও সহজেই ফলের চাষ শুরু করে হতে পারেন লাভবান! কী কী সুবিধা পেতে পারেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement