Weather Latest| Bankura News: হাড় কাঁপানো ঠান্ডা জেলা জুড়ে, এখনও বাকি শীতের শেষ ইনিংস 

Last Updated:

Weather Latest| Bankura News: ঠান্ডায় জবুথবু বাঁকুড়া জেলা। লেপের তোলা থেকে বেরলেই হাড় কেঁপে উঠছে। রয়েছে আরও ঠাণ্ডা পড়ার পূর্বাভাস। জেনে নিন

হাড় কাঁপানো ঠাণ্ডা বাঁকুড়ায়।হঠাৎই নেমে গেছে তাপমাত্রা।
হাড় কাঁপানো ঠাণ্ডা বাঁকুড়ায়।হঠাৎই নেমে গেছে তাপমাত্রা।
বাঁকুড়া: হাড় কাঁপানো ঠান্ডা বাঁকুড়ায়। গত কয়েকদিন কুয়াশায় ঢাকা ছিল বাঁকুড়া শহর যা এখন অনেকটা কমলেও পুরোপুরি নির্মূল হয়নি । অপরদিকে হঠাৎই নেমে গেছে তাপমাত্রা।আজ বৃহস্পতিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ১২ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। বিগত কয়েক দিনের তুলনায় কুয়াশার প্রকোপ আরও কিছুটা কম হলেও ভোরবেলায় যান চলাচল গত কয়েকদিনের তুলনায় প্রায় অর্ধেকে নেমে গেছে।
আরও পড়ুন: কী কাণ্ড! কপিল মুনির আশ্রম দর্শন না হওয়ায় বৃদ্ধা যা করলেন, চক্ষু চড়কগাছ সকলের
ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে আগুনের আশ্রয় নিয়েছেন কেউ কেউ। ঠান্ডার আচমকা আবির্ভাবের জন্য সকাল সকাল ফিটনেস প্রেমীদের ভিড়ও সামান্য কম। সকাল ৬ টা বেজে ৬ মিনিটে সূর্যোদয় হয় এবং আজও আকাশ কিছুটা মেঘলা। সকাল ৯ টা ১০ নাগাদ পরিষ্কার আকাশ । আগামী দুইদিন তাপমাত্রা আরও নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা এখনও নেই। বাঁকুড়া শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স গতকালের থেকে আজ, বৃহস্পতিবার, অনেক বেড়ে গিয়ে ২৫৫ এ দাঁড়িয়েছে যা সাধারণের চেয়ে অনেক বেশি এবং শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ তুলনামূলক বেশি থাকবে। আগের দু’দিনের মত সারাদিন দক্ষিণের দিকে মাত্র ৭ কিমি বেগে হাওয়া বইবে। তবে বায়ুতে আদ্রতার পরিমাণ ৭৮% যা গতকালের তুলনায় বেশি থাকায় কুয়াশার সম্ভাবনা বেড়েছে। শহর বাঁকুড়া জেগে উঠেছে একটু দেরীতে।
advertisement
আরও পড়ুন: পেটের চর্বি ঝরাতে নাভিঃশ্বাস? এই ব্যায়াম না করলে কোনও লাভ নেই, জানুন
গতকালের মতো পার্কে এবং ফাঁকা রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখা যাচ্ছে না আট থেকে আসি সকলকে। দোকান পাট ধীরে ধীরে খুললেও চায়ের দোকান গুলি ভোরবেলা থেকেই ব্যবসা শুরু করে দিয়েছে । বিকিকিনির রমরমাও তুঙ্গে। রাস্তার যান চলাচল গতকালের তুলনায় বেশ কিছুটা কম। সব মিলিয়ে শীতের গরম কাপড়ের তলায় ঘুম চোখে শীতের আমেজ নিতে ব্যাস্ত শহর বাঁকুড়া।
advertisement
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Weather Latest| Bankura News: হাড় কাঁপানো ঠান্ডা জেলা জুড়ে, এখনও বাকি শীতের শেষ ইনিংস 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement