South 24 Parganas News : মেলেনি কপিল মুনির আশ্রম দর্শন, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার

Last Updated:

South 24 Parganas News: কপিল মুনির আশ্রম দর্শন না পাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বৃদ্ধা।

বৃদ্ধা মহিলা
বৃদ্ধা মহিলা
কাকদ্বীপ: কপিল মুনির আশ্রম দর্শন করতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বৃদ্ধা। ওই বৃদ্ধার নাম দূর্গা সরকার, বয়স ৭৫। ওই বৃদ্ধা নদীতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কর্তব‍্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করেন।
পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধা প্রতিবেশীদের সঙ্গে সাগরমেলায় যাচ্ছিলেন। তবে কাকদ্বীপের লট নং ৮-এর কাছে এসে হঠাৎই ওই বৃদ্ধা দলছুট হয়ে যান। প্রথমে সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর হঠাৎই নদীতে ঝাঁপ দেন তিনি। প্রত‍্যক্ষদর্শীরা জানান, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার সময় ওই বৃদ্ধা, "আমার আর গঙ্গাসাগরে যাওয়া হল না" বলে বিলাপ করছিলেন।
advertisement
আরও পড়ুন: আর উত্তরবঙ্গ কেন, এবার কলকাতাতেই জলদাপাড়া-ভ্রমণ! কোথায় সে জায়গা? দেখুন ছবি
তবে সেখানে থাকা কর্ত‍্যবরত পুলিশকর্মীরা দ্রুত পদক্ষেপ করায় ওই বৃদ্ধাকে উদ্ধার করা গিয়েছে। বর্তমানে ওই বৃদ্ধাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে হ‍্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হ‍্যাম রেডিওর তৎপরতায় বৃদ্ধার বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পেটের চর্বি ঝরাতে নাভিঃশ্বাস? এই ব্যায়াম না করলে কোনও লাভ নেই, জানুন
জানা গিয়েছে ওই বৃদ্ধার বাড়ি রানাঘাটের নবপল্লী এলাকায়। বর্তমানে বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ওই বৃদ্ধাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে ওই বৃদ্ধা অনেকটাই সুস্থ বলে খবর। ওই বৃদ্ধার পরিবারের লোকজন আসলে তাদের হাতে বৃদ্ধাকে তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : মেলেনি কপিল মুনির আশ্রম দর্শন, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement