WB Panchayat Election 2023: দু’ দিনে ৩ বার ভোট দিচ্ছেন বাঁকুড়ার এই গ্রামের বাসিন্দারা
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
WB Panchayat Election 2023: ২০২৩ সালের রাজ্য পঞ্চায়েত নির্বাচনে ৩ বার ভোট দিচ্ছেন বড়লালপুর গ্রামের ভোটাররা।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া : পঞ্চায়েত নির্বাচনে তিনবার ভোট দিচ্ছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বড়লালপুর গ্রামের মানুষজন। শনিবার পঞ্চায়েত নির্বাচনের পর রবিবার হিংসার ছবি ধরা পরে গঙ্গাজলঘাঁটির বড়শাল গ্রামে। চলে ইটের বৃষ্টি এবং ভাঙচুর, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
গত শনিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে । সেদিন সাক্ষী থেকেছে একাধিক জায়গায় সন্ত্রাস , ভোট লুট এবং ব্যালট বক্সের উপর তাণ্ডব। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবার বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের নির্দেশিকা দেওয়া হয়। সোমবার সেইমতো বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বড় লালপুর প্রাথমিক বিদ্যালয়ের ১০ নম্বর বুথে শুরু হয়েছে ভোট গ্রহণ। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
advertisement
advertisement
আরও পড়ুন : কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পুনর্নির্বাচন চলছে দক্ষিণ ২৪ পরগনায়
উল্লেখ্যোগ্য বিষয় এটাই যে শনিবার এই বুথেই দুপুরের পর পুলিশের চোখের সামনেই ছিনতাই হয় ব্যালট বাক্স বলে অভিযোগ। দু’ঘণ্টা পর ফের শুরু হয় ভোটগ্রহণ। অর্থাৎ সেই দিনেই গ্রামের মানুষজন দুবার ভোট প্রদান করেন। আজ সোমবার রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এই বুথের মানুষজন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এক কথায় বলা যেতে পারে ২০২৩ সালের রাজ্য পঞ্চায়েত নির্বাচনে ৩ বার ভোট দিচ্ছেন বড়লালপুর গ্রামের ভোটাররা।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 1:13 PM IST