WB Panchayat Election 2023: কড়া নিরাপত্তায় পুনর্নির্বাচন চলছে দক্ষিণ ২৪ পরগনায়
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
WB Panchayat Election 2023: সোমবার পঞ্চায়েত ভোটের মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। প্রতি বুথে মোতায়েন আছে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান।
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার পঞ্চায়েত ভোটের মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এদিন দক্ষিণ ২৪ পরগনার জেলার ৩৬ টি বুথে পুনরায় নির্বাচন হচ্ছে । ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে ৮ টি বুথে, বিষ্ণুপুর ব্লকের ১টি বুথে, বাসন্তী ব্লকে ৪ টি বুথে, গোসাবা ব্লকে ৫ টি বুথে, জয়নগর ১নম্বর ব্লকে ৪ টি বুথে, কুলতলি ব্লকে ৩টি বুথে, জয়নগর ২নম্বর ব্লকে ৩ টি বুথে , বারুইপুর ব্লকে১ টি বুথে, মথুরাপুর ২ ব্লকে ১টি বুথে, মন্দিরের বাজারে ২টি বুথে পুনরায় নির্বাচন হচ্ছে। মগরাহাট ১ নম্বর ব্লকে একটি জায়গায় পুনরায় নির্বাচন হচ্ছে আজ।
সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সকাল থেকে রাজ্য পুলিশ ও কেন্দ্র পুলিশের বিশাল পুলিশবাহিনী পাহারা দিচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর প্রশাসন। সকাল থেকেই বুথের সামনে ভোটারদের লম্বা লাইন। প্রশাসনিক এই নিরাপত্তা ব্যবস্থার দেখে খুশি স্থানীয় ভোটাররা। প্রশাসনের পক্ষ থেকে ভোটের ১০০ মিটারের মধ্যে কোন প্রকার জমায়েত করতে দেওয়া হচ্ছে না।
advertisement
advertisement
আরও পড়ুন : অবিরাম প্রবল বর্ষণে বিধ্বস্ত দেশের একাধিক অংশে বন্ধ স্কুল, জানুন কোথায় কোথায়
কেন এই বুথগুলিতে পুনরায় নির্বাচন হচ্ছে । কিবা ঘটেছিল শনিবার?অভিযোগ, কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট বাক্সে ঢেলে দেওয়া হয়েছে জল, কোথাও আবার ব্যালট বাক্স ভাসতে দেখা গেছে পুকুরে। ব্য়ালট জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে। এক এক জায়গায় ব্যালট বাক্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বুথের মধ্যেই বোমাবাজির ঘটনা সামনে এসেছে। ভোট দিতে এসে ভোটারের মৃত্যুর খবরও সামনে এসেছে।
advertisement
আরও পড়ুন : চুরি যাওয়া ‘ঘুম’ রেল ফেরালেও খুশি নন বউবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা
এর জেরে শনিবার অর্থাৎ ৮ জুলাই, অনেক বুথেই সমাপ্ত হয়নি ভোটগ্রহণ প্রক্রিয়া। এর পরই ওই সমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। এই প্রেক্ষাপটেই সোমবার অর্থাৎ ১০ জুলাই ফের ভোটগ্রহণ হচ্ছে। এখনও পর্যন্ত অবাধ ও শান্তিপূর্ণ পুনর্নির্বাচন চলছে জেলায় জেলায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 12:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
WB Panchayat Election 2023: কড়া নিরাপত্তায় পুনর্নির্বাচন চলছে দক্ষিণ ২৪ পরগনায়