Bankura News: জন্মদিন পালন করতে বর্ধমানের সর্পপ্রেমী হাজির বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে

Last Updated:

অভিনব জন্মদিন উদযাপন! কেক কেটে উৎসব না করে প্রত্যন্ত গ্রামীণ এলাকার শিশুদের নতুন পোশাক উপহার দিয়ে নিজের জন্মদিন পালন করলেন সর্বপ্রেমী অর্ণব দাস

+
title=

বাঁকুড়া: এই পুজো সবার! এই পুজো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকর এবং এই পুজো যারা বঞ্চিত তাদেরও। বর্ধমান জেলার সর্পপ্রেমী অর্ণব দাস নিজের জন্মদিন পালন করতে হাজির বাঁকুড়া জেলায়। কী, শুনে অবাক হলেন? এ এক আন্তরিক জন্মদিন পালন। জন্মদিন উপলক্ষে বেশি জাঁকজমক না করে দুঃস্থ, অসহায়, গরিব পরিবারের প্রতিবন্ধী কচিকাঁচাদের হাতে পুজোর নতুন জামা তুলে দিলেন সর্পপ্রেমী অর্ণব দাস।
অর্ণব বর্ধমান থেকে ছুটে এসেছেন বাঁকুড়ার ইন্দাসের পাহাড়পুর, গোবিন্দপুর, দেড়িয়াচক গ্ৰামে। এমন পদক্ষেপ প্রসঙ্গে এই সর্পপ্রেমী জানান, শুধু এই প্রচম নয়, আগেও আরও দু’বছরও বাচ্চাদের হাতে জামা-কাপড় তুলে দিয়েছেন। দুর্গাপুজোয় যাতে সকলে একটু আনন্দ করতে পারে তাই এই প্রচেষ্টা। ভবিষ্যতেও এমনই কাজ করে যাবেন বলে জানান।
advertisement
advertisement
আজকাল জন্মদিন পালন মানেই দামি দামি কেক কেটে সেই কেক মাখামাখি করা। সেই সঙ্গে নামিদামি সেলিব্রেশন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতবর্ষের কোনায় কোনায় মুখ গুমড়ে পড়ে থাকা বহু শিশু না খেতে পেয়ে খিদের জ্বালায় ছটফট করছে প্রতি মুহূর্তে। সেই চাঁদের অনেকটা মঙ্গল হয় যদি প্রত্যেকেই জীবনের বিশেষ দিনগুলো পালনের নামে অর্থ অপচয় না করে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ঠিক সেটাই করে দেখালেন সর্পপ্রেমী অর্ণব দাস। নিজের জেলা থেকে ছুটে এলেন প্রান্তিক জেলা বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামগুলিতে এবং করলেন জন্মদিন পালন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: জন্মদিন পালন করতে বর্ধমানের সর্পপ্রেমী হাজির বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement