Bankura News: বাংলাতেই রয়েছে আশ্চর্য মন্দির! বাড়ে বংশবৃদ্ধির ক্ষমতা? স্নানজলেই নাকি দৈবশক্তি

Last Updated:

Bankura News: দাবি মেনেই বাঁকুড়া জেলার এই অত্যন্ত জাগ্রত বিষ্ণু এবং শৈবক্ষেত্রের সংস্কারে নামছে বাঁকুড়া জেলা প্রশাসন। বরাদ্দ করা হয়েছে ৬ লক্ষ ১৪ হাজার টাকা।

+
দাবি

দাবি মেনেই বাঁকুড়া জেলার এই অত্যন্ত জাগ্রত বিষ্ণু এবং শৈবক্ষেত্রের সংস্কার

বাঁকুড়া: বাঁকুড়া জেলা এমন একটি প্রান্তিক জেলা যেখানে আনাচে-কানাচে লুকিয়ে আছে বহু না বলা গল্প। একটু খোঁজ করলেই হয়তো হাতে আসবে অজানা কোনও ইতিহাস। ঠিক সেই রকমই বাঁকুড়া জেলার ছাতনার অন্তর্গত কামিনবাদ গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী বহু প্রাচীন মন্দির। মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার অপূর্ব কারুকার্য। এই মন্দিরে পুজিত হচ্ছেন বিষ্ণু এবং শিব।
মন্দিরকে কেন্দ্র করে তৈরি হয়েছে বহু অলৌকিক গল্প। অতি প্রাচীন ভগ্নপ্রায় এই মন্দিরের সংস্কারের দাবি জানান গ্রামের বাসিন্দারা। সেই দাবি মেনেই বাঁকুড়া জেলার এই অত্যন্ত জাগ্রত বিষ্ণু এবং শৈবক্ষেত্রের সংস্কারে নামছে বাঁকুড়া জেলা প্রশাসন। বরাদ্দ করা হয়েছে ৬ লক্ষ ১৪ হাজার টাকা।
মন্দিরে অধিষ্ঠিত বিষ্ণুদেব অত্যন্ত জাগ্রত। শোনা যায়, বংশবৃদ্ধিতে অক্ষম ব্যক্তি এই মন্দিরে এসে স্নানজল গ্রহণ করলেই দৈবশক্তিতে বংশবৃদ্ধিতে সক্ষম হয়ে ওঠেন তিনি। আবার কথিত আছে, যদি মন্দিরের ব্রাহ্মণ পরিবার ছাড়া অন্য কেউ অবজ্ঞা সহকারে যদি মন্দিরে অধিষ্ঠিত বিষ্ণু এবং শিবের পূজা করেন, তাহলে তাঁর পরিণতি ভয়ানক হয়।
advertisement
advertisement
মন্দিরের বাইরের টেরাকোটার টাইলসগুলির মধ্যে অনেকগুলি কালান্তরে নষ্ট হয়ে গিয়েছে। মন্দিরের বেদীতে তৈরি হয়েছে ফাটল। গ্রামের ব্রাহ্মণরাই দীর্ঘদিন ধরে বংশানুক্রমে পালা অনুসারে মন্দিরের পরিচর্যা এবং পূজা করে আসছেন।
advertisement
বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে দেখতে পাওয়া যায় এই ধরনের প্রাচীন মন্দির। এই মন্দিরগুলি সাজানো রয়েছে অপূর্ব টেরাকোটার সাজে। সময়ের সঙ্গে সঙ্গে যার অবস্থা প্রায় ভগ্নপ্রায়। সেরকমই বাঁকুড়ার ছাতনার কামিনবাদ গ্রামের বিশেষ প্রাচীন এই মন্দির সংস্কার হতে চলেছে। বাঁকুড়া জেলা প্রশাসনের এই উদ্যোগ বাঁকুড়ার ইতিহাস এবং ঐতিহ্যের অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
advertisement
Nilanjan Banerjee
(Disclaimer: এই প্রতিবেদন News 18 Bangla-র নিজস্ব মতামত নয়৷ স্থানীয় মানুষদের বিশ্বাসের ভিত্তিতেই এই তথ্য৷)
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বাংলাতেই রয়েছে আশ্চর্য মন্দির! বাড়ে বংশবৃদ্ধির ক্ষমতা? স্নানজলেই নাকি দৈবশক্তি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement