Sawan 2024: শুশুনিয়ার ঝর্ণার জল নিয়ে পথ পাড়ি, শিবলিঙ্গে জল ঢালতে ব্যাপক উন্মাদনা

Last Updated:

Sawan 2024: শুশুনিয়ার পবিত্র ঝর্ণার জল বাঁকে করে বহন করে নিয়ে যান ভক্তরা। এরপর মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় সেই জল ঢালেন

+
ভক্তদের

ভক্তদের ভিড়

বাঁকুড়া: শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। সকাল থেকেই বিভিন্ন শিব মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেই ছবি ধরা পড়ল বাঁকুড়াত‌ওে। শুধুমাত্র শিবের প্রতি বিশ্বাস আর ভক্তির জোরে শিশু থেকে বৃদ্ধ এমনকি কিশোর-কিশোরী থেকে প্রৌঢ়া, প্রত্যেককেই দেখা গেল শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে বাবা ভোলেনাথের মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে।
লম্বা পথ বাঁকে জল নিয়ে হাঁটতে তাঁদের কোনও কষ্ট হয়নি। এর কারণ হিসেবে পুণ্যার্থীরা জানিয়েছেন, তাঁদের মনে থাকা আধ্যাত্মিক চেতনা এই পথ পাড়ি দিতে শারীরিক ও মানসিক জোর যুগিয়েছে। ভোরে বাবার আশীর্বাদ পাওয়ার ইচ্ছে নিয়েই মন্দিরে পৌঁছে যান ভক্তেরা। দিনভর চলে মহাদেবকে স্নান করানো এবং পুজো পাঠ। বাঁকুড়ার অন্যতম পর্যটনকেন্দ্র শুশুনিয়া পাহাড়। পিছনে সুবিশাল পাহাড়। পাহাড়ের কোলে দেখা যাচ্ছে কালো মেঘ। আর এই পাহাড়ের জলকে কেন্দ্র করেই মানুষের আধ্যাত্মিক বিশ্বাস।
advertisement
advertisement
শুশুনিয়ার পবিত্র ঝর্ণার জল বাঁকে করে বহন করে নিয়ে যান ভক্তরা। এরপর মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় সেই জল ঢালেন। সোমবার দেখা গেল পাহাড়ের কোলে গেরুয়া বসন পরিহিত সঙ্গবদ্ধ মানুষের লম্বা লাইন। রাস্তার এক ধার দিয়ে হাঁটছেন পূর্ণ্যার্থীরা, অপর ধার দিয়ে যাচ্ছে অন্যান্য যানবাহন। এত ভিড়ের মধ্যেও যেন শুশুনিয়ার সৌন্দর্য ঢেকে রাখা যাচ্ছে না।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Sawan 2024: শুশুনিয়ার ঝর্ণার জল নিয়ে পথ পাড়ি, শিবলিঙ্গে জল ঢালতে ব্যাপক উন্মাদনা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement