Bankura News: লোকাল ১৮ বাংলার খবরের জের, দূষণ নিয়ন্ত্রণে নড়েচড়ে বসল স্পঞ্জ আয়রন কারখানা

Last Updated:

লোকাল ১৮ বাংলার খবরের জেরে নড়েচড়ে বসল বাঁকুড়ার বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা। দূষণ নিয়ন্ত্রণে আনতে বিশেষ উদ্যোগ

+
title=

বাঁকুড়া: লোকাল ১৮ বাংলার খবরের জের, বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার দূষণ নিয়ন্ত্রনে আনল কর্তৃপক্ষ। বাঁকুড়ার ছাতনা ব্লকের জোড়হিড়ায় অবস্থিত এই বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানাটি। তাদের বিরুদ্ধে দূষণ ছড়ানোর অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন আগে। এর ফলে ৫০০ মিটার দূরে অবস্থিত জোড়হিড়া এসসি হাইস্কুলের পড়ুয়ারা ক্লাস পর্যন্ত করতে পারছিল না। তাদের বিক্ষোভের খবর তুলে ধরে লোকাল ১৮ বাংলা। তারপরই টনক নড়ে কর্তৃপক্ষের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাঁকুড়ার ওই স্পঞ্জ আয়রন কারখানার পক্ষ থেকে এসসি হাইস্কুলে তৈরি করে দেওয়া হচ্ছে দরজা-জানলা, ছাত্র-ছাত্রীদের জন্য জলের সুব্যবস্থা এবং খেলাধুলোর মাঠ। কয়েকদিন আগেই আমরা খবর করেছিলাম, স্কুলের অদূরে থাকা সেই কারখানার চিমনি থেকে গলগল করে বেরোচ্ছে দূষিত ধোঁয়া ও কালো ছাই। আমাদের ক্যামেরার সেই ছবি দেখানোর পরই নড়েচড়ে বসে স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ। এরপর দূষিত ধোঁয়া নিয়ন্ত্রণ করার যন্ত্র চালিয়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে দূষণ। তার সঙ্গে কারখানার তরফ থেকে স্কুলের পরিকাঠামো উন্নত করার উদ্যোগ নেওয়া হয়।
advertisement
advertisement
ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার এইচআর হেড প্রভাত ঝা জানিয়েছেন, আগামী দিনেও তাঁরা এসসি হাইস্কুলের পাশে থাকবেন। বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার পদক্ষেপে খুশি এসসি হাইস্কুলের স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাত্র। তিনি বলেন, আমাদের অভিযোগকে গুরুত্ব দিয়ে ওই কারখানা পদক্ষেপ করেছে। এতে আমরা সন্তুষ্ট।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: লোকাল ১৮ বাংলার খবরের জের, দূষণ নিয়ন্ত্রণে নড়েচড়ে বসল স্পঞ্জ আয়রন কারখানা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement