Uttar Dinajpur News: বর্ষায় বাড়ির অল্প জায়গায় সহজে চাষ করুন চকলেট টমেটো
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
বর্ষাকালে বাড়িতে খুব অল্প জায়গায় সহজেই চাষ করা যায় চকলেট টমেটো
উত্তর দিনাজপুর: সুস্বাদু ও উচ্চ পুষ্টিগুণে ভরপুর চকলেট টমেটো এবার বাড়িতেই চাষ করুন। ভিটামিন-এ, ভিটামিন-সি ছাড়াও ফলিক অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই চকলেট টমেটো। চিকিৎসকরাও এটা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এই টমেটো বাড়িতে উৎপাদন করে যেমন নিজে খেতে পারবেন তেমন চাইলে বাজারে বিক্রিও করতে পারেন।
বাজারের কেনা টমেটোর উপর নির্ভর না করে এবার বাড়ির ছাদ, ব্যালকনি কিংবা উঠোনের খুব অল্প জায়গাতে খুব সহজে চকলেট টমেটোর চাষ করুন।সাধারণত টমেটো শীতকালে চাষ হলেও চকলেট টমেটো চাষের সঠিক সময় কিন্তু বর্ষাকাল। দেখুন কীভাবে বাড়িতে চকলেট টমেটো চাষ করবেন-
আরও পড়ুন: হাতে টানা তাঁতের সুদিন ফিরছে এই বধূর হাত ধরে
advertisement
advertisement
উত্তর দিনাজপুরে কৃষি বিশেষজ্ঞ তপন চক্রবর্তী জানান, এই চকলেট জাতের টমেটো বাড়ির যেকোনও টব বা বড় বোতল অথবা বাড়ির উঠোনেও চাষ করা সম্ভব। এক্ষেত্রে প্রথমে নার্সারি থেকে টমেটোর গাছের বীজ কিনে আনুন। অথবা টমেটোকে স্লাইস করে কেটে মাটির মধ্যে রেখে তার উপরে মাটি চাপা দিয়ে দিন। সেখান থেকেও চারা উৎপাদন হবে।
advertisement
এই চকলেট টমেটো চাষে প্রাকৃতিক সার ব্যবহার করুন। গাছের পচা পাতা, ডিমের খোসা গুঁড়ো, সরষের খোল পচা জল ইত্যাদি এর সার হিসেবে দারুন কাজ করে। তবে এই বিশেষ ধরনের টমেটো গাছে রোগ পোকামাকড়ের আক্রমণ দেখা যায় প্রচুর। এর হাত থেকে গাছকে বাঁচাতে নির্দিষ্ট সময় অন্তর মাটিতে জৈব সার দিতে হবে। বছরে যে কোনও সময় এই টমেটোর গাছ লাগানো হলেও এই গাছে সব সময় ফল আসে না। মূলত বর্ষাকালেই চকলেট টমেটো ফলে। এই গাছে ফল ধরলে নাইলনের নেট দিয়ে ঢাকা দেওয়া দরকার। সেক্ষেত্রে পাতা কোঁকড়ানো ভাইরাস রোগ ছাড়ানোর হাত থেকে নিস্তার পাওয়া যায়। অতিরিক্ত বৃষ্টি ও রোদের হাত থেকে রক্ষা করতে পলিথিন ও চাটাইয়ের আচ্ছাদন ব্যবহার করা যেতে পারে। এই জাতের টমেটো গাছে যাতে অত্যাধিক ডালপালা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এছাড়াও এই টমেটো গাছে ভালো ফল পেতে বাঁশের খুঁটি দিয়ে মাচাও তৈরি করতে পারেন।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2023 9:22 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: বর্ষায় বাড়ির অল্প জায়গায় সহজে চাষ করুন চকলেট টমেটো