Chandrayaan-3 : পৃথিবীতে বসে চাঁদের পিঠে গাড়ি চালাবেন বাঁকুড়ার কৃষকের ছেলে কৃশানু! রইল তাঁর গল্প

Last Updated:

Chandrayaan-3 : বাঁকুড়ার গর্ব কৃশানু নন্দীর বাবা তারাপদ নন্দী জানান, ছোট থেকে পড়াশোনায় অসাধারণ ছিলেন কৃষাণু। তিনি স্বপ্ন দেখতেন ইঞ্জিনিয়ার হওয়ার। বর্তমানে চন্দ্রযান অভিযানে যুক্ত হতে পেরেছে বলে ভীষণ গর্ব হচ্ছে তাঁর।

পৃথিবীতে বসে চাঁদের পিঠে গাড়ি চালাবেন বাঁকুড়ার কৃশানু নন্দী
পৃথিবীতে বসে চাঁদের পিঠে গাড়ি চালাবেন বাঁকুড়ার কৃশানু নন্দী
বাঁকুড়া: ভারতের চাঁদে পাড়ি। দেশের স্বপ্ন সফল করার লক্ষ্যে সক্রিয়ভাবে যোগদান করেছেন বাঁকুড়ার পাত্রসায়েরের কৃশানু নন্দী। খুব ছোট থেকেই স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। মন টানতো মহাকাশের দিকে। পড়াশোনায় বরাবরই ভাল ছিলেন কৃষানু। অদম্য জেদ থাকার কারণে কৃষক পরিবারের এই ছেলেটির স্বপ্ন সত্যি হয়ে যায়। ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (isro)-তে বৈজ্ঞানিক হিসেবে কর্মরত বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার ডান্না গ্রামের কৃশানু। চাঁদের গায়ে যে মুন রোভারটি (moon rover) চলবে, সেই রোবটটির বিভিন্ন খুঁটিনাটি এবং গতিবিধির ওপর নজর রাখছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একটি টিম। সেই টিমের অন্যতম বাঁকুড়ার কৃশানু নন্দী।
প্রায় তিন বছর আগের চন্দ্রযান২২ প্রজেক্টটিতে ছিলেন না কৃশানু। দুর্ভাগ্যবশত চাঁদে যাওয়ার সেই প্রয়াস বিফল যায়। তবে চন্দ্রযান-৩ প্রজেক্টটিতে কাজ করার সুযোগ পেয়েছেন কৃশানু।
advertisement
advertisement
পাত্রসায়রের বামিরা গুরুদাস বিদ্যায়তন থেকে মাধ্যমিকের পর ছাতনার কমলপুর নেতাজি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেন কৃশানু। কলকাতার আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে বিটেক করেন। এমটেক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এরপর পরীক্ষা দিয়ে ইসরো-তে চাকরি পান কৃশানু।
বাঁকুড়ার গর্ব কৃশানু নন্দীর বাবা তারাপদ নন্দী জানান, ছোট থেকে পড়াশোনায় অসাধারণ ছিলেন কৃষাণু। তিনি স্বপ্ন দেখতেন ইঞ্জিনিয়ার হওয়ার। বর্তমানে চন্দ্রযান অভিযানে যুক্ত হতে পেরেছে বলে ভীষণ গর্ব হচ্ছে তাঁর।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Chandrayaan-3 : পৃথিবীতে বসে চাঁদের পিঠে গাড়ি চালাবেন বাঁকুড়ার কৃষকের ছেলে কৃশানু! রইল তাঁর গল্প
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement