Panchayat Election 2023: 'যে প্রিসাইডিং অফিসাররা নিজেদের চালাক ভাবছেন তাঁরা ভুল করছেন'! ডিসিআরসি-র মাইকে হঠাৎ শোনা গেল বিতর্কিত বার্তা
- Reported by:NILANJAN BANERJEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বাঁকুড়ার ছাতনার ডিসিআরসি-তে প্রিসাইডিং অফিসারদের সতর্ক করে দিয়ে ভেসে এল বিতর্কিত বার্তা
বাঁকুড়া: আর কয়েক ঘণ্টার ব্যাপার। রাত পোহালেই শুরু হবে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। স্বাভাবিকভাবেই শুক্রবার সকাল থেকে জেলাগুলিতে শেষ মুহূর্তের ব্যস্ততা ছিল তুঙ্গে। ডিসিআরসি-তে ভোটের জিনিসপত্র সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা হওয়া নিয়ে তৎপরতা লক্ষ্য করা যায় ভোট কর্মীদের মধ্যে। এরই মধ্যে ছাতনার এক ডিসিআরসি-তে শোনা গেল এক অবাক ঘোষণা। যা ভোটের আগের দিন নতুন বিতর্কের জন্ম দিল।
আরও পড়ুন: ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ দিনাজপুর
বাঁকুড়ার ছাতনার চন্ডীদাস বিদ্যাপীঠে সেখানকার ভোটগ্রহণ কেন্দ্রগুলির জন্য ডিসিআরসি তৈরি হয়। এখানে শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি মাথায় নিয়েই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য এসে জড়ো হতে শুরু করেন ভোট কর্মীরা। এরই মধ্যে তাঁরা একে একে ব্যালট পেপার, ব্যালট বক্স, আঙুলে লাগানো কালি, ভোটার লিস্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নির্বাচন কমিশনের কাউন্টার থেকে একে একে সংগ্রহ করেন। যত বেলা বাড়ে ততই ভোট কর্মীদের মধ্যে প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা হওয়া নিয়ে তৎপরতা লক্ষ্য করা যায়। সেই সময়ই হঠাৎ এখানে মাইকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভেসে আসে এক বার্তা- ‘যে প্রিসাইডিং অফিসাররা নিজেদের চালাক ভাবছেন তাঁরা ভুল করছেন!’
advertisement
advertisement
কেন নির্বাচন কমিশন এমন ঘোষণা করল তা নিয়ে উপস্থিত ভোট কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়, শুরু হয় জল্পনা। তুঙ্গে ওঠে গুঞ্জন। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। যদিও জিনিসপত্র গুছিয়ে বুথের রওনা হওয়ার বিষয়ে আরও সতর্ক হয়ে ওঠেন ভোট কর্মীরা। সবাই অতিরিক্ত একবার সবকিছু ভালো করে গুছিয়ে দেখে নেন। এদিকে এই ডিসিআরসি-তে এসে জিনিসপত্র সংগ্রহ করার ফাঁকে পঞ্চায়েত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া কার্তিক চন্দ্র দে বলেন, কাজ ভালই চলছে। তবে যে ট্যাগিং প্রক্রিয়া রয়েছে সেখানে পরিকাঠামোগত গলদ রয়েছে। ফলে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিবারই ভোটের সময় এই একই অভিজ্ঞতা হয়। এখনও বিষয়টা ঠিক হল না। তাঁর কথায় উষ্মা পরিষ্কার। তবে নির্বাচন কমিশন কেন অমন ঘোষণা করল তা কেউই বুঝে উঠতে পারছেন না।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 07, 2023 10:21 PM IST









