Bankura News: সরকারি গাড়ির ধাক্কায় শেষ মেধাবী ছাত্র
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
বাঁকুড়ার মেধাবী ছাত্র সন্দীপ বিশ্বাসের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
বাঁকুড়া: সদ্য মাধ্যমিক উত্তীর্ণ বছর ষোলোর সন্দীপ বিশ্বাস বেরিয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে। স্কলারশিপের টাকা ঢোকা সহ বিভিন্ন কারণে এই অ্যাকাউন্ট খোলার কাজটা খুব জরুরি হয়ে পড়েছিল। ইন্দাসের এই মেধাবী ছাত্র বাইক নিয়ে যাচ্ছিলেন ব্যাঙ্কের দিকে। কিন্তু পথেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বিডিও অফিসের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ওই কিশোরের।
বাঁকুড়ার মেধাবী ছাত্র সন্দীপ বিশ্বাসের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দুর্ঘটনাটি ঘটে ইন্দাসের ফতেপুর মোড় সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ইন্দাস বিডিও অফিসের গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই কিশোরের বাইকের। মৃত ছাত্রের বাড়ি ইন্দাসেরই পাটরাই কলোনি এলাকায়। সুস্থ সবল ছেলে বাড়ি থেকে হাসিমুখে বেরোয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।
advertisement
advertisement
সূত্রের খবর, বিডিও অফিসের গাড়ির ধাক্কায় গুরুতর যখন অবস্থায় সন্দীপ বিশ্বাস নামে ওই ছাত্রকে পুলিশ ও স্থানীয়রা দ্রুত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 3:20 PM IST