বাঁকুড়া: বাঁকুড়ার দুই পৃথক জায়গায় একই সঙ্গে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রথম আগুন লাগার ঘটনাটি ঘটে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। একই সময়ে প্রায় একইসঙ্গে বাঁকুড়ার ৯ নাম্বার ওয়ার্ডের কালিতলা এলাকাতেও একটি বাড়িতে আগুন লাগে। আর দুই জায়গায় এই অগ্নিকাণ্ডের ফলে ছড়িয়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
অন্যদিকে বাঁকুড়া শহরের কালীতলা এলাকায় প্লাস্টিকের খেলনার গুদামে ভয়াবহ আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।বাঁকুড়ার কালীতলা এলাকায় আজ দুপুরে আচমকাই আগুন লেগে যায় একটি দোতলা বাড়িতে। বাঁকুড়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় প্লাস্টিকের একটি খেলনার গোডাউনে আগুন লাগে।
গুদামে প্রচুর প্লাস্টিকের খেলনা মজুত থাকায় দ্রুত আগুন ভয়াবহ আকার নেয়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা বাড়িটিকে। পাশাপাশি বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কায় বাড়িগুলি খালি করতে শুরু করে স্থানীয়রা। প্রথমে স্থানীয়রাই একটি পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেলিয়ান শিখা ক্রমশই বাড়তে থাকে। বেগতিক বুঝে দ্রুত খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: এ কী অবস্থা বাঁকুড়ার? রাস্তাঘাট শুনশান! কেন এমন হল জানেন?ঘটনায় ওই প্লাস্টিক খেলনার গুদামের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। প্রায় পাঁচ লক্ষ টাকার প্লাস্টিকের খেলনা গিফট আইটেম সহ বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী ছিল। আগুন লাগার কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।
priyabrata goswamiনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Bankura news