Bankura News: এ কী অবস্থা বাঁকুড়ার? রাস্তাঘাট শুনশান! কেন এমন হল জানেন?

Last Updated:

আজ  সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি বাঁকুড়া জেলায়। চলতি সপ্তাহ জুড়ে ১ থেকে ২ ডিগ্রি করে বাড়ছিল তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।

বাঁকুড়া জেলার ওয়েদার আপডেট
বাঁকুড়া জেলার ওয়েদার আপডেট
বাঁকুড়া: গরমে নাভি শ্বাস উঠে যাচ্ছে বাঁকুড়া জেলায়। কঠোর সূর্যের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। বেলা দশটার পর থেকেই শুরু হচ্ছে গরমের তান্ডব। রেহাই পেতে একপ্রকার গৃহবন্দী হয়েছে সাধারণ মানুষ। ভয়ঙ্কর তাপপ্রবাহ এখন বাঁকুড়া জেলা জুড়ে। তার মধ্যেই আজ  সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি বাঁকুড়া জেলায়। চলতি সপ্তাহ জুড়ে ১ থেকে ২ ডিগ্রি করে বাড়ছিল তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
এই প্রচন্ড গরমের হাত থেকে কবে রেহাই পাবে সাধারণ মানুষ? আর বৃষ্টিই বা কবে হবে? থেকে যাচ্ছে প্রশ্ন। এদিন সর্বনিম্ন তাপমাত্রা অন্যান্য দিনের থেকে একটু কম থাকায় সকাল থেকে মনোরম আবহাওয়া ছিল হয়। তবে বেলা বাড়তেই পাল্টে গিয়েছে সমীকরণ। প্রখর দাবদাহে পুড়বে বাঁকুড়ার রাঙ্গামাটি ।
advertisement
advertisement
চোখে কালো চশমা এবং মুখ ঢেকে বেরোনোর উপদেশ বিশেষজ্ঞরা। বায়ুতে কমে গেছে আদ্রতার পরিমাণ, একটু একটু করে নামতে নামতে এদিন ২৯ শতাংশ সূচক। এক প্রকার শুষ্ক গরমের মধ্যে দিয়ে যাচ্ছে বাঁকুড়া। দানা বেঁধেছে বিবিধ শারীরিক সমস্যা যেমন, নাক দিয়ে রক্ত পড়া, মাথা ঘুরে যাওয়া, বমি হওয়া, মাথা ব্যাথা এবং সান স্ট্রোক।
advertisement
এখন অপেক্ষা শুধু বৃষ্টির। তবে আপাতত পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে বলেই পূর্বাভাস। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির সম্ভাবনাও কম।
এদিন সূর্যোদয় হয় ভোর ৫ টা বেজে ৩০ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা বেজে ১ মিনিটে। এদিন অতিবেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি থাকবে। বায়ুতে আদ্রর্তার পরিমাণ মাত্র  ২৭ শতাংশ। উত্তর-দক্ষিণ থেকে পূর্ব-পশ্চিম ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে গরম বাতাস। বাঁকুড়ার এয়ার ইনডেক্স সূচক ২৫৯, এর সাধারণ মান হওয়া উচিত  ৫০-এর নীচে। সার্বিকভাবে পরিস্থিতি খুবই খারাপ বাঁকুড়া জেলায়। প্রচন্ড তাপপ্রবাহ এবং আকস্মিক গরমে গৃহবন্দি করে দিয়েছে সমগ্র জেলাকে।
advertisement
Nilanjan Banerjee
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: এ কী অবস্থা বাঁকুড়ার? রাস্তাঘাট শুনশান! কেন এমন হল জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement