#বাঁকুড়া: অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার৷ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মানবাজার এলাকায়৷ মৃতের নাম তপন মূর্মূ৷ খুন না আত্মহত্যা তা জানতে শুরু হয়েছে পুলিশি তদন্ত। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেও মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ৷ এমনকি মৃতের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলতে পারে পুলিশ৷ মৃত তপন মূর্মূ ছিলেন পুঞ্চা রামানন্দ সেন্টিনারি কলেজের সাঁওতালি ভাষা বিভাগের আংশিক সময়ের অধ্যাপক। বাঁকুড়ার মানবাজারের মধুপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তাঁর ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। বাড়ির মালিক ডাকাডাকি করেও অধ্যাপকের সাড়া না পাওয়ায় খবর দেওয়া হয় স্থানীয় থানায়৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। তারা দরজা ভেঙে দেখেন অধ্যাপক সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মানবাজার গ্রামীণ হাসপাতালে৷ সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷জানা গিয়েছে, মৃতের বাড়ি বাঁকুড়ার হিড়বাঁধ থানার চাকাডোবা গ্রামে। কর্মসূত্রে মধুপুরে থাকতেন তিনি। সেখানেই অধ্যাপকের মৃত্যু হয়৷ পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই ঘটনা আত্মহত্যা। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷
তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার,খুন হলে এই ঘটনায় কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করা হবে। কেনই বা খুন করা হল তাও জানার চেষ্টা করবে পুলিশ৷ আর যদি আত্মহত্যা হয়৷ তাহলে কেন আত্মহত্যা করলেন তা জানার চেষ্টা করা হচ্ছে৷ ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে চাইছে পুলিশ৷ এর আগে বাঁকুড়ার পাত্রসায়ের গোঁসাইগ্ৰামের এক বাসিন্দার ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ প্রেমিকার দাদুর বাড়ির সামনে থেকে দেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতের নাম কার্তিক দলুই, বয়স ২২।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Bankura, Crime News