Bankura: লুটিয়ে পড়ে প্যারাস্যুট, পাশে সেনাকর্মী! সাতসকালে মর্মান্তিক দৃশ্য বাঁকুড়ায়

Last Updated:
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: প্যারাস্যুট সহ এক বায়ুসেনা কর্মীকে উদ্ধার করল পুলিশ। আজ সকালে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকার একটি কারখানার সামনে আহত অবস্থায় ওই সেনা কর্মীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ওই সেনা কর্মীর পাশেই পড়ে ছিল প্যারাস্যুট। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ওই বায়ুসেনা কর্মীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
আহত ওই ব্যাক্তির পোশাক দেখে তিনি বায়ুসেনা কর্মী বলে বুঝতে পারে পুলিশ। কাঁকসা থানার মাধ্যমে পানাগড় সেনা ছাউনিতে খবর দেওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে আসেন বায়ুসেনার আধিকারিক এবং ওই নিহত অফিসারের সহকর্মীরা৷
advertisement
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত বায়ুসেনা কর্মীর নাম চন্দ্রাকা গোবিন্দ৷ ৩১ বছর বয়সি ওই বায়ুসেনার জওয়ান অন্ধপ্রদেশের বিজয়নগরমের বাসিন্দা। তিনি পানাগড় এয়ারপোর্ট স্টেশনে আইএনএস কর্ন ইউনিটের পেটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বুধবারও প্যারাস্যুট নিয়ে প্রশিক্ষণ চলছিল ওই বায়ুসেনা কর্মীর। ট্রেনিং করতে করতেই প্যারাস্যুট নিয়ে নিখোঁজ হয়ে যান ৩১ বছর বয়সি ওই বায়ুসেনা অফিসার।
advertisement
বড়জোড়ার ঘুটগোড়িয়া এলাকায় ওই সেনা জওয়ানকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ প্যারাস্যুটে কোনও সমস্যার কারণেই এই দুর্ঘটনা ঘটল নাকি প্যারাস্যুট নিয়ে ওড়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ এবং বায়ুসেনা কর্তৃপক্ষ৷ ওই বায়ুসেনা অফিসারের মৃতদেহ ময়নাতদন্তের পানাগড়ে পাঠানো হবে৷
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: লুটিয়ে পড়ে প্যারাস্যুট, পাশে সেনাকর্মী! সাতসকালে মর্মান্তিক দৃশ্য বাঁকুড়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement