Bankura News: মহামারীর আকার নিয়েছে ডায়রিয়া, বাঁকুড়ার ছাতনায় ৩ জনের মৃত্যু হতেই কি টনক নড়ল প্রশাসনের?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bankura News: বাঁকুড়ার ছাতনার তাঁতিপুকুরে মহামারীর আকার নিয়েছিল ডায়রিয়া, সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই, লাগানো হল দুটি টাইম কল, একটি কমিউনিটি কিচেন এবং দুটি জলের গাড়ি। কিন্তু সমস্যা তাতেও মেটেনি এখনও।
বাঁকুড়া: তিন জন মারা গেল বলেই কি বসল দুটি টাইম কল? হ্যাঁ ছাতনা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের দাবি ছিল প্রতিটি পাড়ায় টাইম কল বসানোর। যদিও সেই দাবি এখনও পূরণ হয়নি। সাম্প্রতিক ছাতনার তাঁতীপুকুর এর বাউরি পাড়ায় দেখা যায় ডায়রিয়ার প্রকোপ। বিগত সাতদিনে বাউরি পাড়া থেকেই ডায়রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হন সাত জন এবং মৃত্যু হয় তিন জনের, দাবি এলাকা বাসীর। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল যে পর্যাপ্ত শৌচালয় না থাকার কারণে মুক্ত আকাশের নিচেই করতে হয়েছে শৌচক্রিয়া। এবং সেই বজ্র আবর্জনা বৃষ্টির জলে ধুয়ে পুকুরে মিশে দূষিত করেছে পুকুরের জল।
তাঁতীপুকুরে জলের ব্যবস্থা বলতে ছিল পাঁচ থেকে ছয়টি নলকূপ এবং তিনটি পুকুর। ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে পুকুর এবং নলকূপগুলি। মহামারীর আকার নিয়েছিল ডায়রিয়া, সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই, লাগানো হল দুটি টাইম কল, একটি কমিউনিটি কিচেন এবং দুটি জলের গাড়ি। কিন্তু সমস্যা তাতেও মেটেনি এখনও, তাঁতীপুকুর বাউরি পাড়ার দুটি অংশ, উপর পাড়া এবং নামো পাড়া অর্থাৎ নিচের পাড়া। উপর পাড়ার বাসিন্দাদের দাবি নামো পাড়ায় এলাহী আয়োজন হলেও বঞ্চিত উপর পাড়া। উপর পাড়ায় নেই টাইমকল বা খাওয়া দাওয়ার ব্যবস্থা। উপর পাড়ার বাসিন্দা সাথী বাউরি জানান, ‘জলের ভীষণ সমস্যা, যেভাবে ডায়রিয়া হচ্ছে সব জল পান করা যাবেনা। আমাদের বাজার থেকে জল আনতে হচ্ছে। নামো পাড়ায় দুটো টাইম কল বসিয়েছে কিন্তু উপর পাড়ায় একটাও নেই।’
advertisement
advertisement
যদিও ডায়রিয়ার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আপাতত। বসানো হয়েছে মেডিকেল ইউনিট, রয়েছে অ্যাম্বুলেন্স। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে খবর ,শনিবার এর রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ডায়রিয়ার উপসর্গ নিয়ে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি আছেন দুজন এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন দু’জন।
advertisement
আরও পড়ুন-উচ্চ কোলেস্টেরলের যম এই ফল, রোজ সকালে ২ করে খেলেই কমবে স্ট্রোকের ঝুঁকি, ওষুধের চেয়েও বেশি কার্যকরী
স্বাস্থ্য দফতরের সূত্রে খবর, ডায়রিয়ার জন্য এখনও মৃত্যু হয়নি কোনও রোগীর। অপরদিকে এলাকাবাসীর দাবি , ডায়রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিন জনের। স্থানীয় বাসিন্দা কাজল বাউরি বৃহস্পতিবার জানান, ‘আমাদের এখানে ডায়রিয়া হয়েছে , এর মধ্যেই মারা গেছে চারজন এবং ভর্তি রয়েছে চারজন।’ তাঁতী পুকুর এলাকার মানুষের সচেতনতার অভাব নাকি যথেষ্ট পরিষেবার এবং জল ও সঠিক পয় প্রণালীর অভাব? কী কারনে দেখা দিল ডায়রিয়া, তা নিয়ে প্রশ্ন থেকে যাবে তবে অনেকের মতেই একটু আগে যদি নড়ে চড়ে বসত প্রশাসন তাহলে হয়ত এমন পরিস্থিতি তৈরি হত না।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 7:17 PM IST