Bankura News: প্রাগৈতিহাসিক শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শুরু হতে চলেছে ৯ দিনব্যাপী বিশেষ মেলা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
বাঁকুড়া জেলার প্রাগৈতিহাসিক যুগের ভূমিখণ্ড শুশুনিয়া পাহাড়। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে আসেন। এখানকার প্রকৃতি অত্যন্ত মনোরম। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে অবস্থান করছে শুশুনিয়া গ্রাম। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে গন্ধেশ্বরী নদী। এই গন্ধেশ্বরী নদীর তীরেই বসবে অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন এবং মেলা।
বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত শুশুনিয়া গ্রাম। এবার সেখানেই গন্ধেশ্বরী নদীর তীরে বসতে চলেছে ৯ দিনব্যাপী নবকুঞ্জ মেলা। এখানে টানা ৯ দিন ধরে অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এই মেলা উপলক্ষে দোলের দিন ৫২ শ্রীখোল সহ গ্রামবাসীরা গোটা গ্রাম পরিদর্শন করেন।
বাঁকুড়া জেলার প্রাগৈতিহাসিক যুগের ভূমিখণ্ড শুশুনিয়া পাহাড়। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে আসেন। এখানকার প্রকৃতি অত্যন্ত মনোরম। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে অবস্থান করছে শুশুনিয়া গ্রাম। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে গন্ধেশ্বরী নদী। এই গন্ধেশ্বরী নদীর তীরেই বসবে অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন এবং মেলা।
advertisement
advertisement
৯ টি মঞ্চ করে ৯ দিন ধরে চলবে মেলা। দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসবেন। সব মিলিয়ে আগামী ক'দিন বেশ জমজমাট থাকবে শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকা। কারণ বসন্তকাল উপলক্ষে এমনিতেই এখানকার প্রকৃতি অত্যন্ত মনোরম হয়ে আছে। তা দেখতে পর্যটকরা প্রতিবছরই আসেন। এবার এই বিশেষ মেলা শুরু হওয়ায় পর্যটকের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 5:12 PM IST