একদিকে বন্যায় ভোগান্তি, অন্যদিকে চোরের উপদ্রব, এই দু'য়েই জেরবার বাঁকুড়ার জুনবেদিয়া

Last Updated:

একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা, এই বাবেই চলছে বাঁকুড়ার জনবেড়িয়ার

#বাঁকুড়া: একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা । একে বন্যার আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বাঁকুড়া শহরের জুনবেদিয়া এলাকার মানুষের । তার উপর দেখা দিয়েছে চোরেদের উপদ্রব । বন্যার আতঙ্কে বাড়ি ছেড়ে পালানো একের পর এক বাড়ির দরজার তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল চোরের দল । আতঙ্কে কাঁপছে গোটা এলাকা ।
দিন কয়েক আগে বাঁকুড়ার জুনবেদিয়া এলাকায় স্থানীয় খালের জলে পরপর দুটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দৃশ্য রীতিমত স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশের মানুষকে । এরপর থেকেই আতঙ্কে এলাকার বাসিন্দারা ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যেতে শুরু করে । ফলত অধিকাংশ বাড়ি এখন ফাঁকা । আর বাড়ি ফাঁকা হয়ে পড়ার ঘটনায় রীতিমত পোয়া বারো চোরেদের ।
advertisement
advertisement
গতকাল রাতের অন্ধকারে বিনা বাধায় ভেঙে পড়া বাড়ির আশপাশের দুটি বাড়িতে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা । আজ বেলার দিকে বাড়িতে এসে ঘরের দরজায় তালাভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাড়ি মালিকদের । বাড়িতে ঢুকে দেখেন সর্বস্ব লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা । এমনিতেই বন্যার আতঙ্কে কাঁপতে থাকা জুনবেদিয়া এলাকায় নতুন করে চোরের উৎপাত দেখা দেওয়ায় রীতিমত শঙ্কিত এলাকার মানুষ ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একদিকে বন্যায় ভোগান্তি, অন্যদিকে চোরের উপদ্রব, এই দু'য়েই জেরবার বাঁকুড়ার জুনবেদিয়া
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement