একদিকে বন্যায় ভোগান্তি, অন্যদিকে চোরের উপদ্রব, এই দু'য়েই জেরবার বাঁকুড়ার জুনবেদিয়া

Last Updated:

একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা, এই বাবেই চলছে বাঁকুড়ার জনবেড়িয়ার

#বাঁকুড়া: একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা । একে বন্যার আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বাঁকুড়া শহরের জুনবেদিয়া এলাকার মানুষের । তার উপর দেখা দিয়েছে চোরেদের উপদ্রব । বন্যার আতঙ্কে বাড়ি ছেড়ে পালানো একের পর এক বাড়ির দরজার তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল চোরের দল । আতঙ্কে কাঁপছে গোটা এলাকা ।
দিন কয়েক আগে বাঁকুড়ার জুনবেদিয়া এলাকায় স্থানীয় খালের জলে পরপর দুটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দৃশ্য রীতিমত স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশের মানুষকে । এরপর থেকেই আতঙ্কে এলাকার বাসিন্দারা ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যেতে শুরু করে । ফলত অধিকাংশ বাড়ি এখন ফাঁকা । আর বাড়ি ফাঁকা হয়ে পড়ার ঘটনায় রীতিমত পোয়া বারো চোরেদের ।
advertisement
advertisement
গতকাল রাতের অন্ধকারে বিনা বাধায় ভেঙে পড়া বাড়ির আশপাশের দুটি বাড়িতে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা । আজ বেলার দিকে বাড়িতে এসে ঘরের দরজায় তালাভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাড়ি মালিকদের । বাড়িতে ঢুকে দেখেন সর্বস্ব লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা । এমনিতেই বন্যার আতঙ্কে কাঁপতে থাকা জুনবেদিয়া এলাকায় নতুন করে চোরের উৎপাত দেখা দেওয়ায় রীতিমত শঙ্কিত এলাকার মানুষ ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একদিকে বন্যায় ভোগান্তি, অন্যদিকে চোরের উপদ্রব, এই দু'য়েই জেরবার বাঁকুড়ার জুনবেদিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement