রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা স্কুল বাসের, মৃত ১৩ পড়ুয়া
Last Updated:
প্রহরীবিহীন রেলওয়ে ক্রসিং পার হতে গিয়ে মৃত্যু হল ১৩ স্কুল পড়ুয়ার ৷ আহত অন্তত ৮ ৷ এরমধ্যে কয়েকজনে অবস্থা আশঙ্কাজনক ৷
#নয়াদিল্লি: প্রহরীবিহীন রেলওয়ে ক্রসিং পার হতে গিয়ে মৃত্যু হল ১৩ স্কুল পড়ুয়ার ৷ আহত অন্তত ৮ ৷ এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷
উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টা নাগাদ রেল লাইন পার হচ্ছিল ডিভাইন পাবলিক স্কুলের বাসটি ৷ গাড়িতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন ৷ বেশিরভাগই স্কুল পড়ুয়া ৷ সে সময় রেলগেট খোলাই ছিল ৷ এমনকী কোনও পাহারাও ছিল না ওই গেটে ৷ আচমকাই একটি লোকাল ট্রেন এসে পড়ে ওই লাইনে ৷ ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷
advertisement
advertisement
সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ দ্রুত হাত দেন উদ্ধারের কাজে ৷ কিন্তু তারপরেও বাঁচানো যায়নি ১৩ জনকে ৷ বাকিদের উদ্ধার করে ৩০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ চিকিত্সকরা জানিয়েছেন, মৃতদের মধ্যে বেশিরভাগেই শিশু, তাদের প্রত্যেকেরই বয়স ১০ বছরের নীচে।
advertisement
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি ৷
ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ট্যুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
Location :
First Published :
April 26, 2018 10:37 AM IST