রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা স্কুল বাসের, মৃত ১৩ পড়ুয়া

Last Updated:

প্রহরীবিহীন রেলওয়ে ক্রসিং পার হতে গিয়ে মৃত্যু হল ১৩ স্কুল পড়ুয়ার ৷ আহত অন্তত ৮ ৷ এরমধ্যে কয়েকজনে অবস্থা আশঙ্কাজনক ৷

#নয়াদিল্লি: প্রহরীবিহীন রেলওয়ে ক্রসিং পার হতে গিয়ে মৃত্যু হল ১৩ স্কুল পড়ুয়ার ৷ আহত অন্তত ৮ ৷ এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷
উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টা নাগাদ রেল লাইন পার হচ্ছিল ডিভাইন পাবলিক স্কুলের বাসটি ৷ গাড়িতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন ৷ বেশিরভাগই স্কুল পড়ুয়া ৷ সে সময় রেলগেট খোলাই ছিল ৷ এমনকী কোনও পাহারাও ছিল না ওই গেটে ৷ আচমকাই একটি লোকাল ট্রেন এসে পড়ে ওই লাইনে ৷ ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷
advertisement
advertisement
সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ দ্রুত হাত দেন উদ্ধারের কাজে ৷ কিন্তু তারপরেও বাঁচানো যায়নি ১৩ জনকে ৷ বাকিদের উদ্ধার করে ৩০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ চিকিত্সকরা জানিয়েছেন, মৃতদের মধ্যে বেশিরভাগেই শিশু, তাদের প্রত্যেকেরই বয়স ১০ বছরের নীচে।
advertisement
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি ৷
ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ট্যুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা স্কুল বাসের, মৃত ১৩ পড়ুয়া
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement