Zodiac: এই পাঁচটি রাশির জাতক হতে পারে সেরা প্রেমিক! সম্পর্কে এগোনোর আগে একবার দেখে নিন
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Zodiac: বলা হয় যে পাঁচটি রাশির জাতক না কি বয়ফ্রেন্ড হিসাবে একদম সেরার সেরা!
#কলকাতা: মনের মতো মনের মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন একটা কাজ। এটা মেলে তো সেটা মেলে না, এটা পছন্দ হয় তো ওটা হয় না। জ্যোতিষশাস্ত্র কিন্তু এই ব্যাপারে সাহায্য করতে পারে। বলা হয় যে পাঁচটি রাশির জাতক না কি বয়ফ্রেন্ড হিসাবে একদম সেরার সেরা। সম্পর্কে জড়িয়ে পড়ার আগে একবার টুক করে দেখে নেওয়া যাক তারা কারা!
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
এই রাশির জাতকরা খুব আকর্ষণীয় হয়। এদের চারপাশে একটা রহস্যের আবরণ থাকে। যে কারণে মহিলারা বেশি করে আকৃষ্ট হন। মহিলাদের কী ভাবে খুশি রাখতে হয় এরা সেটা বিলক্ষণ জানে। প্রেমিক হিসাবে এঁরা খুব যত্নশীল হয় এবং সম্পর্কের গুরুত্ব দেয়।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
এরা বিশ্বাস করে যে ঝগড়া সম্পর্ক নষ্ট করে দেয়। তাই এরা সহজে বোঝাপড়া করে নেয় ও শান্তি বজায় রাখে। এরা সঙ্গীর আবেগকে গুরুত্ব দিয়ে বিচার করে। এরা সম্পর্কের বিশ্বাস বজায় রাখে এবং রোম্যান্টিক স্বভাবের হয়।
advertisement
advertisement
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
প্রেমিক হিসাবে কর্কট রাশির জাতক হল একটি রত্ন। এরা খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল স্বভাবের হয়। এরা সঙ্গীকে সব সময় খুশি রাখার চেষ্টা করে। যখন তখন নানা উপহারে ভরিয়ে দিয়ে এরা সহজেই সঙ্গীর মন জয় করে নেয়।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
এমনিতে এরা সবার সঙ্গে মেলামেশা, পার্টি ইত্যাদি করতে ভালবাসে। কিন্তু কারও প্রেমিক হলে তার প্রতি এরা অত্যন্ত অনুগত থাকে। এরা সব সময় উচ্ছ্বল থাকে। রোম্যান্টিক স্বভাবের হয় এবং সহজে নিজের মেজাজ হারায় না। কখন হাসি ঠাট্টা করতে হয় আর কখন গম্ভীর আলোচনা করতে হয় এরা সেটা খুব ভালো জানে।
advertisement
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
এরা সঙ্গীকে হাতের মুঠোয় রাখতে ভালবাসে। কিন্তু সেই কাজ তাঁরা এত মনোমুগ্ধকর ভাবে করে যে তারিফ না করে থাকা যায় না। এরা যত্নশীল হয় এবং সঙ্গীকে খুশি রাখে। এদের জীবনে যে নারী আছে তাকে এরা সব সময় বিশেষ মর্যাদা দেয়। সঙ্গীর সূক্ষ্ম আবেগও এদের চোখ এড়িয়ে যায় না। বয়ফ্রেন্ড হিসাবে এরা দারুণ।
advertisement
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2021 11:22 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Zodiac: এই পাঁচটি রাশির জাতক হতে পারে সেরা প্রেমিক! সম্পর্কে এগোনোর আগে একবার দেখে নিন