Gold Price: দীপাবলিতে সোনার দাম কমে ৪৬০০০ টাকা হতে চলেছে ? কী জানাল বিশেষজ্ঞরা

Last Updated:

দীপাবলি ও ধনতেরসে সোনার দাম কমবে না বাড়বে ৷

#নয়াদিল্লি: গণেশ চতুর্থীর সঙ্গে দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে ৷ সাধারণত উৎসবের সময় সোনা কেনা শুভ বলে মনে করা হয় ৷ এই সময় বহু মানুষ সোনা কেনার পরিকল্পনা করে থাকেন ৷ বর্তমানে সোনার দাম যে ভাবে বেড়ে চলেছে তাতে সোনা কেনার আগে ১০০ বার ভাবতে হচ্ছে আমজনতাকে ৷ তবে গত বেশ কয়েকদিনে সোনা ও রুপোর দামে অনেকটাই পতন দেখা গিয়েছে ৷
এখন সবার মনেই একটা প্রশ্ন উঠছে বারবার ৷ দীপাবলি ও ধনতেরসে সোনার দাম কমবে না বাড়বে ৷ গত বছর ধনতেরসে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৫৬,৫০০ টাকা ৷ দিল্লির সরাফা বাজারে শুক্রবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০,৭২৯ টাকা ছিল ৷ আগের বছরের তুলনায় বর্তমানে অবশ্য সোনার দাম অনেকটাই কম রয়েছে ৷
advertisement
advertisement
আগামী দিনে দাম কমার সম্ভাবনা-
মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, ওরিগো ই মান্ডি অ্যাসিস্টেন্ট জেনারল ম্যানেজার, কমোডিটি রিসার্চ, তরুণ তাতসঙ্গি জানিয়েছেন সরাফা বাজারে সোনার দাম কমে ৪৬,০০০ টাকা হয়ে যেতে পারে ৷ তিনি আরও জানান, তবে বর্তমানে আন্তর্জাতিক ও দেশের বাজারে এরকম কোনও ফ্যাক্টর চোখে পড়েনি যা প্রভাব সোনার দাম পড়তে পারে ৷ প্রথমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছিল ৷
advertisement
তরুণ আরও জানিয়েছেন, ইউরোপ ও আমেরিকায় আগামী দিনে মন্দার আশঙ্কা রয়েছে ৷ তবে এর প্রভাব সোনার দামে পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷ তিনি আরও জানান ২০০৮ এ যে মন্দা দেখা দিয়েছিল তার জন্য বেশির ভাগ দেশই তৈরি ছিল না ৷ তবে এবার বেশির ভাগ দেশই এর জন্য প্রস্তুত রয়েছে ৷
advertisement
কমোডিটি কারেন্সি বিশেষজ্ঞ ভাবিক পটেল জানিয়েছেন, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা গত চার সপ্তাহের তুলনায় অনেকটাই কম দামে ট্রেড করছে ৷ ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ায় এরকমটা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, এবছর সোনার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন ৷ মার্কিন ডলার ইন্ডেক্স মজবুত হওয়ায় এবং বন্ড ইল্ড বৃদ্ধি হওয়ায় সোনায় বিনিয়োগ কমেছে ৷ এই ট্রেন্ড আগামী দিনেও চলবে বলে অনুমান করা হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Gold Price: দীপাবলিতে সোনার দাম কমে ৪৬০০০ টাকা হতে চলেছে ? কী জানাল বিশেষজ্ঞরা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement