Gold Price: দীপাবলিতে সোনার দাম কমে ৪৬০০০ টাকা হতে চলেছে ? কী জানাল বিশেষজ্ঞরা

Last Updated:

দীপাবলি ও ধনতেরসে সোনার দাম কমবে না বাড়বে ৷

#নয়াদিল্লি: গণেশ চতুর্থীর সঙ্গে দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে ৷ সাধারণত উৎসবের সময় সোনা কেনা শুভ বলে মনে করা হয় ৷ এই সময় বহু মানুষ সোনা কেনার পরিকল্পনা করে থাকেন ৷ বর্তমানে সোনার দাম যে ভাবে বেড়ে চলেছে তাতে সোনা কেনার আগে ১০০ বার ভাবতে হচ্ছে আমজনতাকে ৷ তবে গত বেশ কয়েকদিনে সোনা ও রুপোর দামে অনেকটাই পতন দেখা গিয়েছে ৷
এখন সবার মনেই একটা প্রশ্ন উঠছে বারবার ৷ দীপাবলি ও ধনতেরসে সোনার দাম কমবে না বাড়বে ৷ গত বছর ধনতেরসে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৫৬,৫০০ টাকা ৷ দিল্লির সরাফা বাজারে শুক্রবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০,৭২৯ টাকা ছিল ৷ আগের বছরের তুলনায় বর্তমানে অবশ্য সোনার দাম অনেকটাই কম রয়েছে ৷
advertisement
advertisement
আগামী দিনে দাম কমার সম্ভাবনা-
মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, ওরিগো ই মান্ডি অ্যাসিস্টেন্ট জেনারল ম্যানেজার, কমোডিটি রিসার্চ, তরুণ তাতসঙ্গি জানিয়েছেন সরাফা বাজারে সোনার দাম কমে ৪৬,০০০ টাকা হয়ে যেতে পারে ৷ তিনি আরও জানান, তবে বর্তমানে আন্তর্জাতিক ও দেশের বাজারে এরকম কোনও ফ্যাক্টর চোখে পড়েনি যা প্রভাব সোনার দাম পড়তে পারে ৷ প্রথমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছিল ৷
advertisement
তরুণ আরও জানিয়েছেন, ইউরোপ ও আমেরিকায় আগামী দিনে মন্দার আশঙ্কা রয়েছে ৷ তবে এর প্রভাব সোনার দামে পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷ তিনি আরও জানান ২০০৮ এ যে মন্দা দেখা দিয়েছিল তার জন্য বেশির ভাগ দেশই তৈরি ছিল না ৷ তবে এবার বেশির ভাগ দেশই এর জন্য প্রস্তুত রয়েছে ৷
advertisement
কমোডিটি কারেন্সি বিশেষজ্ঞ ভাবিক পটেল জানিয়েছেন, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা গত চার সপ্তাহের তুলনায় অনেকটাই কম দামে ট্রেড করছে ৷ ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ায় এরকমটা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, এবছর সোনার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন ৷ মার্কিন ডলার ইন্ডেক্স মজবুত হওয়ায় এবং বন্ড ইল্ড বৃদ্ধি হওয়ায় সোনায় বিনিয়োগ কমেছে ৷ এই ট্রেন্ড আগামী দিনেও চলবে বলে অনুমান করা হচ্ছে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Gold Price: দীপাবলিতে সোনার দাম কমে ৪৬০০০ টাকা হতে চলেছে ? কী জানাল বিশেষজ্ঞরা
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement