Zodiac Signs: রাশিচক্র অনুযায়ী আমাদের সবচেয়ে অপছন্দের তালিকায় থাকছে এই সব বিষয়; জানলে চমকে উঠতে হয়!

Last Updated:

Zodiac sign dislikes the most: জেনে নেওয়া যাক প্রত্যেক রাশির অপছন্দের তালিকায় কী কী থাকছে ৷

Representational Image
Representational Image
#কলকাতা: প্রত্যেকেরই সব বিষয়ে নিজের পছন্দ-অপছন্দ রয়েছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ বিশেষ রাশির ক্ষেত্রে এই পছন্দ-অপছন্দের তালিকাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। জেনে নেওয়া যাক প্রত্যেক রাশির অপছন্দের তালিকায় কী কী থাকছে ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। জন্মগতভাবেই জেদি ও অহঙ্কারি প্রকৃতির মেষ জাতক-জাতিকাদের ধৈর্য খুব কম। সুতরাং অপেক্ষা করার অভ্যেস এঁদের ধাতে নেই।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। জেদি স্বভাবের বৃষরা একদম অবহেলা সহ্য করতে পারেন না। কেউ এঁদের কথা ভুলে যেতে পারে, এটা বৃষরা মানতেই পারেন না।
advertisement
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। খামখেয়ালি স্বভাবের মিথুন জাতক-জাতিকারা খুব সহজেই বিরক্ত হয়ে যান। ফলে এঁদের সঙ্গে থাকতে হলে অনবরত কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। স্পর্শকাতর স্বভাবের কর্কট রাশির মানুষরা একা থাকতে অপছন্দ করেন।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। জন্মগত ভাবে নেতৃত্বদানে পারদর্শী সিংহ জাতকরা অন্যের আদেশ মেনে চলতে পারেন না। সবসময় স্পট লাইটে থাকতে চান বলে এঁরা নিজেদের মতে চলতে ভালোবাসেন।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। তুলা জাতক-জাতিকারা প্রকৃতপক্ষেই ঝড়বৃষ্টি খুব অপছন্দ করেন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। দায়িত্বশীল প্রকৃতির তুলা জাতক-জাতিকারা অন্যায় একেবারেই সহ্য করতে পারেন না।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। সদা সতর্ক প্রকৃতির বৃশ্চিকদের সঙ্গে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে মেশার আগে হাজারবার ভেবে নেওয়া ভালো। উল্টোদিকের মানুষটি যতই চালাক হোক না কেন এঁদের চোখে ধুলো দেওয়া সহজ নয়।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। মেসেজ করার সময় মনের কথাকে আকর্ষণীয় বানাতে আমরা নানান ইমোজি ব্যবহার করি। কিন্তু কাছের মানুষ বা বন্ধু যদি ধনু রাশির হন, তাহলে ইমোজি ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। সকলের সামনে বা যে কোনও ভিড়ের মাঝে রোম্যান্স করাটা মকরদের ঠিক আসে না। বরং এই বিষয়টা তাঁরা অপছন্দই করেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ক্রিয়েটিভ চিন্তাভাবনায় পারদর্শী কুম্ভ জাতক-জাতিকারা অযথা তর্ক বা ঝগড়া অপছন্দ করেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মীন জাতকরা সমালোচনা একেবারেই নিতে পারেন না। যতই কাছের মানুষ হোক বা ভালো কোনও বিষয়, সমালোচনা এঁদের দু’চোখের বিষ।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Zodiac Signs: রাশিচক্র অনুযায়ী আমাদের সবচেয়ে অপছন্দের তালিকায় থাকছে এই সব বিষয়; জানলে চমকে উঠতে হয়!
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement