Horoscope Today: রাশিফল ৭ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 7 October 2021 (Ajker Rashifal): জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

Photo: News18
Photo: News18
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ নতুন কাজের প্রস্তাব আসতে পারে, তাড়াহুড়োয় সেরাটা বাছতে ভুল করবেন না।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ কাউকে কটূ কথা বলবেন না, বিনিয়োগ ভবিষ্যতে ফলদায়ক হতে পারে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ স্বাস্থ্যগত কারণে কাজে বাধা পড়বে, নিজের যত্ন নেওয়া আবশ্যক।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলা-ই আজকের দিনটির মূল মন্ত্র।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। ধৈর্য এবং সংবেদনশীলতা- এই দুইয়ের সাহায্যে আজ সব প্রতিবন্ধকতা এড়ানো যাবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। গুরুতর সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ভালো করে ভাবনা-চিন্তা দরকার!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। দিনের শুরুতে কাজের চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি অনুকূলে আসবে।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। দুপুরের মধ্যেই আজ হাতের কাজ সেরে নিলে কর্মক্ষেত্রে চাপ কমবে ।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কর্মক্ষেত্র, পরিবার- সব দিক থেকেই আজ সমস্যার অবসান হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। বিরোধীদের পরাজিত করে আজ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। প্রিয়জনের কথায় আজ খারাপ লাগতে পারে, বাদানুবাদ এড়িয়ে চলুন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। দৈনন্দিন কাজের ধারায় আচমকা আজ কোনও বদল না আনা-ই উচিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ৭ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement