Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর, ২০২২: জানুন কোন কোন রাশির ভাগ্য আমূল বদলে যেতে চলেছে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এবারে জেনে নেওয়া যাক কোন রাশির জাতক-জাতিকাদের কেমন কাটতে চলেছে চলতি সপ্তাহ।
কলকাতা: এই বিশেষ সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে জাতক-জাতিকারা সম্পূর্ণ সপ্তাহে জীবনের বিভিন্ন দিক সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের আগাম হদিশ পেতে চলেছেন। বিশেষত এই সপ্তাহেই বুধের অবস্থান পরিবর্তনে বেশ কিছু রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে।
এবারে জেনে নেওয়া যাক কোন রাশির জাতক-জাতিকাদের কেমন কাটতে চলেছে চলতি সপ্তাহ।
মেষ রাশি:
advertisement
এই সপ্তাহে জাতক-জাতিকাদের ব্যবসায় বা পেশাগত কাজে সামান্য সমস্যার মুখোমুখি হতে হবে। অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই ভেবেচিন্তে পরিকল্পনা করেই খরচ করা উচিত। অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে লাভ হতে পারে। বাজারে আটকে থাকা অর্থ উদ্ধার হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ হতে পারে।
advertisement
বৃষ রাশি:
এই সপ্তাহ জাতক-জাতিকাদের স্বাভাবিক ভাবেই কাটবে। একই সঙ্গে গত সপ্তাহের মতো আয়ও স্বাভাবিক হতে চলেছে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে আদর্শগত মতপার্থক্য হতে পারে। এই সপ্তাহে যে কোনও জায়গায় বিনিয়োগ করা যেতে পারে, এতে ভবিষ্যতে লাভ হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য চিন্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
মিথুন রাশি:
আর্থিক অবস্থার দারুন উন্নতি হবে। তবে অর্থ লেনদেনের সময় খুব সতর্ক থাকতে হবে, নয় তো আর্থিক ক্ষতি হতে পারে। বিনিয়োগের জন্য অনুকূল সময়। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সকলের সমর্থন পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে।
কর্কট রাশি:
এই সপ্তাহে জাতক-জাতিকারা ভাগ্যবান হতে চলেছেন। ব্যবসায়ীরা ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন। চাকরিজীবীরা নতুন নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। আদালতে কোনও মামলা চললে রায় জাতকের পক্ষে আসতে পারে। এই মাসের অন্তে সূর্যদেব এই রাশির পঞ্চম ঘরে অবস্থান করবেন সেই সময় ব্যয়ের পরিমাণ কম হবে। দাম্পত্য জীবন সুখের হবে।
advertisement
সিংহ রাশি:
এই সপ্তাহটি জাতকদের জন্য খুবই শুভ প্রমাণ হতে চলেছে। কর্মক্ষেত্রে খ্যাতি ও প্রতিপত্তি বাড়তে চলেছে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা এই সপ্তাহে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। এই সপ্তাহেই আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে। একই সময়ে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, নয় তো গলা এবং ফুসফুসের সমস্যা হতে পারে।
advertisement
কন্যা রাশি:
এই সপ্তাহটি কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য মিশ্র ফল আনতে চলেছে। কাজের সূত্রে হঠাৎ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে হতে পারে। সপ্তাহের শেষে খরচ বাড়তে পারে। তবে মঙ্গলের নবম ঘরে অবস্থান করায় আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।
advertisement
তুলা রাশি:
এই সপ্তাহে বাড়িতে কোনও ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। আর্থিক লেনদেনের সময়ে সতর্ক থাকতে হবে, অন্যথায় ক্ষতি হতে পারে। ব্যবসায় অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা উদ্ধার হবে। এই সপ্তাহে কোনও পুরনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ হতে পারে।
advertisement
বৃশ্চিক রাশি:
এই সপ্তাহটি মিশ্র ফলাফল দেবে। সপ্তাহের শুরুতে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ প্রাপ্তি হবে। চাকরিজীবীরা আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন। ব্যবসার উদ্দেশ্যে বাইরে ভ্রমণ করার সুযোগ মিলবে। এই সপ্তাহে সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবা যেতে পারে। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ মিলতে পারে। সমাজে জাতক-জাতিকাদের মর্যাদা বৃদ্ধি পাবে।
ধনু রাশি:
জাতক-জাতিকারা এই সপ্তাহে হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি হবে। আদালতে চলমান মামলায় জেতার সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, বাইরের খাবার এড়িয়ে চলাই ভাল। দাম্পত্য জীবন সুখের হবে। কর্মক্ষেত্রে প্রত্যেকের সমর্থন ও সহযোগিতা পাবেন।
মকর রাশি:
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত উপকারী প্রমাণিত হতে চলেছে। আয়ের পরিমাণ বাড়তে পারে। এই সপ্তাহে পরীক্ষা বা প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশ নেবেন এমন শিক্ষার্থীরা সুখবর পেতে পারেন। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাঁরা নতুন কাজের প্রস্তাব পেতে পারে। যাঁরা মিডিয়া, ব্যাঙ্কিং এবং শিক্ষা জগতের সঙ্গে যুক্ত তাঁরা সুখবর পাবেন। তবে এই সময় জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে।
কুম্ভ রাশি:
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটি নানা উত্থান-পতনে পূর্ণ। এই সপ্তাহে ব্যয় বেশি হতে পারে। কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকাই ভাল, নয় তো পরে সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ হবে। প্রিয়জনের সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘ বা স্বল্প দূরত্বে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন রাশি:
সন্তানের দিক থেকে কোনও সুখবর মিলতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কোনও ধর্মীয় বা শুভ কাজে অংশ নেওয়ার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব মিলতে পারে। দাম্পত্য জীবন সুখী রাখতে জীবনসঙ্গীর অনুভূতিকে মূল্য দিতে হবে।
Location :
First Published :
October 31, 2022 3:10 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর, ২০২২: জানুন কোন কোন রাশির ভাগ্য আমূল বদলে যেতে চলেছে