বাড়ির কোন দিকে ঘড়ি থাকা শুভ! ভাগ্য হবে উজ্জ্বল, জেনে নিন সঠিক নিয়ম

Last Updated:

Wall clock vastu tips: প্রতিটি বাড়িতে অন্তত একটি ঘড়ি থাকা সাধারণ ব্যাপার। ঘরে ঘড়ি কোন দিকে রাখা হয়েছে এবং কীভাবে সেটি ঝোলানো হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ঘড়ি ঝোলানোর সঠিক নিয়ম বাস্তুশাস্ত্রে দেওয়া হয়েছে। আসুন জেনে নেই এই নিয়মগুলো সম্পর্কে।

কলকাতা:  বাস্তুশাস্ত্রে ঘড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তু নিয়ম না মেনে ঘরে কোনো কিছু স্থাপন করা হলে অশুভ ফল ভোগ করতে হতে পারে।
প্রতিটি বাড়িতে অন্তত একটি ঘড়ি থাকা সাধারণ ব্যাপার। ঘরে ঘড়ি কোন দিকে রাখা হয়েছে এবং কীভাবে সেটি ঝোলানো হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ঘড়ি ঝোলানোর সঠিক নিয়ম বাস্তুশাস্ত্রে দেওয়া হয়েছে। আসুন জেনে নেই এই নিয়মগুলো সম্পর্কে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির উত্তর বা পূর্ব দিকে ঘড়ি রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, ঘড়ি ওই দিকে রাখলে ইতিবাচক প্রভাব পড়ে সংসারে। পরিবারের সদস্যদের মানসিক শান্তি বজায় থাকে।
advertisement
advertisement
আরও পড়ুন- দেশের সবথেকে ধনী রাজ্য কোনটি? সেরা ৭-এর মধ্যে কি পশ্চিমবঙ্গ আছে! চমকে দেওয়া তথ্য
বাস্তুশাস্ত্র অনুয়ায়ী, ভুল করেও বাড়ির ঘড়ি দক্ষিণ দিকে রাখা উচিত নয়।  অশুভ মনে করা হয়। বিশ্বাস করা হয়, ঘড়ি ওই দিকে রাখলে সংসারের অগ্রগতি বন্ধ হয়ে যায়। এমনকী ব্যবসায় অসুবিধার সম্মুখীন হতে হয়।
advertisement
বাড়িতে ভুল করেও বন্ধ, ভাঙা বা নষ্ট ঘড়ি বসানো উচিত নয়। সেই সঙ্গে ঘড়িতে ধুলাবালি জমে থাকলে তা আগে পরিষ্কার করতে হবে। বন্ধ ঘড়ি নেতিবাচক প্রভাব ফেলে।
এমন ঘড়ি কখনই ব্যবহার করা উচিত নয় যেটির সময় পিছিয়ে আছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনি ঘড়ির সময়ের কাঁটা কয়েক মিনিট এগিয়ে রাখতে পারেন।
আরও পড়ুন- হুইল চেয়ারে বসেই EVM এর বোতাম টিপলেন ‘জয়ী’, শরীর অকেজো, ভাঁটা নেই উৎসাহে
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘড়ি কখনওই নীল, কালো, জাফরান এবং নোংরা দেওয়ালে রাখা উচিত নয়। ঘড়ি কখনই বাড়ির প্রধান ফটকের উপরে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘড়ি কখনওই কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
বাড়ির কোন দিকে ঘড়ি থাকা শুভ! ভাগ্য হবে উজ্জ্বল, জেনে নিন সঠিক নিয়ম
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement