সূর্যের প্রবেশ সিংহ রাশিতে, সংক্রান্তির এই গোচরে ভাগ্য কি খুলছে আপনারও?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Surya Gochar 2022: শ্রাবণ মাসের এই সংক্রান্তি তিথিতে সকাল ৭টা বেজে ৩৭ মিনিটে সূর্য সিংহ রাশিতে গমন করেছেন।
কলকাতা: আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেকটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিজেদের অবস্থানগত পরিবর্তন ঘটায়। গ্রহের এই স্থান পরিবর্তনের ফলস্বরূপ কারও ভাগ্যে উন্নতি ঘটে, আবার কারও জন্য তা অশুভ বার্তা বয়ে আনে। আজ, ১৭ অগাস্ট বুধবার সূর্যের অবস্থান পরিবর্তন হয়েছে রাশিচক্রে। শ্রাবণ মাসের এই সংক্রান্তি তিথিতে সকাল ৭টা বেজে ৩৭ মিনিটে সূর্য সিংহ রাশিতে গমন করেছেন।
সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছেন বলে একে সূর্যের সিংহ সংক্রান্তি বলে। সৌর ক্যালেন্ডারের পঞ্চম মাস এই সিংহ রাশি দিয়েই সূচনা হতে চলেছে। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সূর্য সিংহ রাশিতে উপস্থিত থাকবে, তারপর ১৭ সেপ্টেম্বর সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে।
শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের বিভাগীয় প্রধান মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন সূর্যের এই স্থান পরিবর্তন কিছু রাশির জাতক-জাতিকাদের পক্ষে লাভবান প্রমাণিত হতে চলেছে।
advertisement
advertisement
বৃষ:
সূর্যের সিংহ রাশিতে প্রবেশের ফলে এই রাশির জাতক-জাতিকারা নতুন যানবাহন বা নতুন সম্পত্তি লাভ করতে পারেন। এঁরা কর্মক্ষেত্রে খ্যাতিও লাভ করবেন। সূর্য দেবতার কৃপায় এই সময়টি তাঁদের অনুকূলেই যাবে।
advertisement
সিংহ:
এই রাশির অধিপতি গ্রহ হল সূর্য এবং এতে সূর্যের প্রবেশ জাতক-জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হবে। এঁদের জীবনে প্রভাব-প্রতিপত্তি বাড়বে, আর্থিক লাভের সুযোগ থাকবে। কর্মজীবন বা ব্যবসায় ইতিবাচক ফল পাওয়া যাবে।
কন্যা:
সূর্যের গোচরের কারণে এঁরা আর্থিক ভাবে লাভবান হবেন। সরকার বা বিদেশ থেকে কিছু সুবিধা পেতে পারেন। বিদেশ যাওয়ার স্বপ্নও পূরণ হতে পারে।
advertisement
ধনু:
সিংহ রাশিতে সূর্যের গোচর চাকরিজীবীদের জীবনে ইতিবাচক ফল বয়ে আনবে। কাজে সাফল্য পাবেন এঁরা। সূর্য দেবতার কৃপায় এঁরা সৌভাগ্যের অধিকারী হবেন।
কুম্ভ:
সূর্যের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এঁরা প্রতিপক্ষ এবং শত্রুদের উপর নিজের প্রভাব বৃদ্ধি করতে সক্ষম হবেন। যশ-খ্যাতি বৃদ্ধি পাবে। যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।
Location :
First Published :
August 17, 2022 12:37 PM IST