Sukanta Majumdar: ‘নবান্ন অভিযানের দিন ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখুন...’ কর্মীদের বললেন সুকান্ত মজুমদার

Last Updated:

'দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই 'কু-কথায়' জোর টক্কর দুই ফুল শিবিরের'। বলছে রাজনৈতিক মহল।

নবান্ন অভিযানের দিন দলীয় ঝান্ডার সঙ্গে কী রাখার 'নিদান' সুকান্ত মজুমদারের?
নবান্ন অভিযানের দিন দলীয় ঝান্ডার সঙ্গে কী রাখার 'নিদান' সুকান্ত মজুমদারের?
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  কখনও তিনি বলছেন আমরা খেলতে প্রস্তুত। কখনও তিনি বলছেন পুলিশকে সরিয়ে খেলতে নামুন। আবার কখনও বা তাঁর মুখে প্রতিরোধের কথা। শাসক দল তথা শাসক দলের নেতা-নেত্রীদের উদ্দেশ্যে প্রতিদিনই চাঁচাছোলা ভাষায় সরব হন তিনি। তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর বক্তব্যে এবার নতুন সংযোজন। 'ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখুন'।
আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সম্প্রতি দলীয় একটি মঞ্চ থেকে নবান্ন অভিযানের ঘোষণা করেন সুকান্ত মজুমদার। এবার  সেই দিনের মিছিলে কর্মীদের ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখার নিদান দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিজেপি হিংসায় বিশ্বাস করে না বলেও মন্তব্য সুকান্তর। তাঁর সাফ কথা, ‘‘আমরা সংবিধানে বিশ্বাসী। আগামী ৭ তারিখ নবান্ন অভিযানের দিন যদি জল কামান ও কাঁদানে গ্যাস দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করে পুলিশ তাহলে প্রতিরোধ হবে।’’ মঙ্গলবার রাজ্যের সর্বত্র ‘খেলা হবে’ দিবস পালন করছে শাসক তৃণমূল। সেই সঙ্গেই দলের নেতাদের কেন্দ্রীয় সংস্থা দিয়ে ‘হেনস্থা’ করার জবাবে বিক্ষোভ শুরু করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুকান্তের হুঁশিয়ারি, ‘‘পুলিশ ছাড়া খেলতে আসুন।’’
advertisement
advertisement
মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের সঙ্গে আজ বাংলার জনগণ নেই। ওদের আছে শুধু পুলিশ। সেই পুলিশকে দূরে সরিয়ে রেখে খেলার মাঠে নামুন। আমরা ভাল খেলে দেবো।’’ এবার বারাসাতের দলীয় কর্মসূচি থেকে সুকান্ত মজুমদারের মুখে ঝাণ্ডার সঙ্গে ডান্ডা রাখার বার্তা। আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের দিন সকলকে দলীয় কর্মসূচিতে ঝান্ডা রাখার পাশাপাশি ডান্ডা রাখার কথাও বললেন বঙ্গ পদ্ম শিবিরের সভাপতি। আর এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
advertisement
পার্থ-অনুব্রতের গ্রেফতারির পর থেকে গেরুয়া শিবির তৃণমূলের গায়ে ‘চোর’ তকমা লাগাতে ব্যস্ত। বিজেপি তাদের কর্মসূচির নামই দিয়েছিল, ‘চোর ধরো, জেল ভরো।’ তার পাল্টা ‘আক্রমণাত্মক’ রাস্তা নিয়েছে শাসকদল। বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ করছে জোড়া ফুল শিবির। বসে থাকছে না পদ্মফুল শিবিরও। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সম্প্রতি তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, ‘‘যারা আমাদের বিরোধিতা করছে, সেই সমালোচকদের গায়ের চামড়া দিয়ে এবার পায়ের জুতো তৈরি হবে।’’ সৌগত রায়ের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন,' আমরাও পায়ের জুতোর মাপ নিতে জানি'।
advertisement
সব মিলিয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তবে দুই ফুল শিবিরের অনেক নেতারই বক্তব্য প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ‘‘উভয়পক্ষই দলের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্যই এমন ‘গরম গরম’ কথা বলছে।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: ‘নবান্ন অভিযানের দিন ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখুন...’ কর্মীদের বললেন সুকান্ত মজুমদার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement