ধর্ম, অর্থ না কাম? ত্রিবর্গের কোনটি শক্তিশালী হবে পুজোর মাসে ত্রিগ্রহী গোচরে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ সময় শুক্র সিংহ রাশি থেকে বিদায় নেবে। ওই দিন রাত ৯ টা বেজে ২৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র।
কলকাতা: দাম্পত্য সুখ, ভোগ এবং বিলাসের অধিপতি শুক্র গ্রহ। সেই গ্রহই ২৪ সেপ্টেম্বর থেকে রাশি পরিবর্তন করতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ সময় শুক্র সিংহ রাশি থেকে বিদায় নেবে। ওই দিন রাত ৯ টা বেজে ২৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র।
বুধ এবং সূর্য ইতিমধ্যেই কন্যা রাশিতে বসে রয়েছে। এর ফলে, বুধ ও সূর্যের মিলনে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। সেই সঙ্গে শুক্রের আগমনের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। শুক্রের এই স্থানান্তরটি অনেক রাশির জাতক-জাতিকার জীবনে ভাল প্রভাব ফেলতে চলেছে। একই সময়ে, অনেক রাশির জন্য এই সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকাকে ধনী করে তুলবে শুক্র গ্রহের এই স্থানান্তর—
advertisement
advertisement
বৃষ
শুক্র স্বয়ং বৃষ রাশির অধিপতি। এই পরিস্থিতিতে শুক্রের রাশি পরিবর্তন করা এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফলদায়ক হবে। এই রাশির জাতক-জাতিকার পরিবারে সকল সদস্যের মধ্যে ভালোবাসা বাড়বে। সেই সঙ্গে সমাজে সম্মানও বাড়বে। ব্যবসা ও চাকরিতে বহুগুণ বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিবাহিত জীবনেও শুভ প্রভাব পড়বে।
advertisement
কর্কট
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের অবস্থান বদল ফলদায়ক প্রমাণিত হবে। এই রাশির জাতকরা ঋণ থেকে মুক্তি পাবেন এবং আর্থিক অবস্থা মজবুত হবে। কর্মক্ষেত্রে জাতক-জাতিকার কাজের প্রশংসা করা হবে। এমন পরিস্থিতিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ছোটখাটো ভ্রমণের যোগও রয়েছে।
advertisement
সিংহ
শুক্রের গমন সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও সৌভাগ্য নিয়ে আসতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এখন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতক-জাতিকা যদি সম্পত্তিতে বিনিয়োগ করতে চান তবে এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। সুবিধা হলেই লাভ হবে।
বৃশ্চিক
শুক্র দশম ঘরে এই রাশিতেই গমন করছে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকারা সুখ পেতে পারেন। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাঁরা সফলতা পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে। জাতক-জাতিকা যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান তবে এটি ভাল সুযোগ নিয়ে আসতে পারে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2022 6:35 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
ধর্ম, অর্থ না কাম? ত্রিবর্গের কোনটি শক্তিশালী হবে পুজোর মাসে ত্রিগ্রহী গোচরে