Shukra Gochar 2022: শুক্রের বৃশ্চিক গমন! কোন রাশি পাবে নতুন চাকরি, কার জীবনে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, দেখে নিন এক নজরে

Last Updated:

জ্যোতিষ শাস্ত্র অনুসারে মনে করা হয় শুক্র মানুষের বিবাহ যোগ, শিল্প সত্তা, বাহ্যিক চেহারা এবং সৌন্দর্যের সঙ্গে সম্পর্কিত। যে কোনও রাশিতে শুক্রের গোচর বৈবাহিক সম্পর্ক, শিল্পের ক্ষেত্র এবং সমস্ত রাশিচক্রের সৌন্দর্যকে প্রভাবিত করতে পারে।

শুক্রের বৃশ্চিক গমন! কোন রাশি পাবে নতুন চাকরি, কার জীবনে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, দেখে নিন এক নজরে
শুক্রের বৃশ্চিক গমন! কোন রাশি পাবে নতুন চাকরি, কার জীবনে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, দেখে নিন এক নজরে
কলকাতা: হাতে আর সময় নেই। ১১ নভেম্বর, শুক্রবার কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি এবং এই দিনই মার্গশীর্ষের দিন। তৃতীয়া তিথি থাকবে ১১ নভেম্বর রাত ৮টা ১৭ মিনিট পর্যন্ত। এ দিনই শুক্রাচার্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই গোচর ঘটবে রাত ৮টা বেজে ১০ মিনিটে। শুক্র ১৪ নভেম্বর, রবিবার রাত ৯ টা ১৫ মিনিট পর্যন্ত এই অবস্থানে থাকবে।
ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে মনে করা হয় শুক্র মানুষের বিবাহ যোগ, শিল্প সত্তা, বাহ্যিক চেহারা এবং সৌন্দর্যের সঙ্গে সম্পর্কিত। যে কোনও রাশিতে শুক্রের গোচর বৈবাহিক সম্পর্ক, শিল্পের ক্ষেত্র এবং সমস্ত রাশিচক্রের সৌন্দর্যকে প্রভাবিত করতে পারে।
বৃশ্চিক রাশিতে শুক্রের গোচর কোন কোন রাশির জাতকের জীবনে কী কী পরিবর্তন ঘটাতে পারে, প্রতিকারই বা কী, দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
advertisement
মেষ—
মেষ রাশির অষ্টম ঘরে গমন করছেন শুক্র। এই গোচরের ফলে মেষ রাশির জাতক-জাতিকার সঙ্গে তাঁর জীবনসঙ্গীর সম্পর্ক শুভ হবে। সঙ্গী বা সঙ্গিনী অনুগত থাকবেন। জাতক-জাতিকার স্বাস্থ্য ভাল থাকবে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত শুক্রের এই অবস্থানের শুভ ফল পেতে এবং অশুভ ফল এড়াতে জাতক-জাতিকা তাঁর ওজনের সমান বা নিজের ওজনের এক দশমাংশ জোয়ার দান করতে পারেন মন্দিরে। এতে তাঁর স্বাস্থ্য ভাল থাকবে।
advertisement
বৃষ—
বৃষ রাশির সপ্তম ঘরে গমন করবেন শুক্র। এই গোচরের ফলে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখের সঞ্চার হতে চলেছে। সংসারে সব কিছু কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সমর্থন পাওয়া যাবে। অন্যের প্রতি নিজের ব্যবহারও যথেষ্ট শোভন হবে। অর্থ উপার্জন করার সম্ভাবনা বাড়তে পারে। তবে এই সময়, বৃষ রাশির জাতক-জাতিকাদের যে কোনও লড়াই থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এই সময়ের মধ্যে কোথাও ভ্রমণের যোগও তৈরি হতে পারে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই প্রভাব থাকতে পারে। এ সময় শুক্রের শুভ ফল নিশ্চিত করতে, বৃষ রাশির জাতকদের লাল গরুর সেবা করা উচিত। এ ছাড়াও, সম্ভব হলে শুক্রবার কোনও মন্দিরে ব্রোঞ্জের পাত্র দান করা যেতে পারে। এতে জাতক-জাতিকার জীবনে সব কিছু শুভ ও মঙ্গলময় হবে।
advertisement
মিথুন—
শুক্র মিথুন রাশির ষষ্ঠ স্থানে গমন করবেন। শুক্রের এই গমনের ফলে রাশির জাতক-জাতিকাদের পার্থিব অবস্থার উন্নতি হবে। তবে মনে রাখতে হবে হাতে থাকা কাজগুলি শেষ না করে অন্য কিছু করা ঠিক হবে না। জীবনে বন্ধুদের সমর্থন বজায় থাকবে। এ সময় নতুন কারও সঙ্গে বন্ধুত্বও পাতানো যেতে পারে। আগামী দু’দিনে মিথুন রাশির জন্য শুক্রের ভাল অবস্থান বজায় রাখতে এবং যে কোনও ধরনের অশুভ পরিস্থিতি এড়িয়ে যেতে হলে কিছু কাজ করতে হবে। পরিবারের গৃহিনী বা কন্যা বা বোনকে তাঁর চুলে সোনালি রঙের একটি ক্লিপ লাগিয়ে রাখতে বলা উচিত। এতে মিথুন জাতকের সব কাজ সুসম্পন্ন হবে, অবস্থান ভাল থাকবে। ঠিক একই কাজ করতে পারে মিথুন রাশির জাতিকা নিজেও। তাতেও ফল ভাল হবে।
advertisement
কর্কট
কর্কট রাশিতে শুক্রাচার্য পঞ্চম স্থানে গমন করবে। শুক্রের এই গোচরের প্রভাবে কর্কট রাশির জাতকেরা সন্তানদের কাছ থেকে সুখ ও সহযোগিতা পাবেন না। প্রেমের ক্ষেত্রেও মাত্রাতিরিক্ত আবেগ এই সময়ে জাতক-জাতিকার জন্য ভাল নয়। বরং এই সময়ের মধ্যে প্রেমজ বিবাহ থেকে বিরত থাকাই ভাল। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত নিজের প্রসাধন সামগ্রীগুলিকে নিরাপদ রাখতে হবে। এ সময় তা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। অতএব, ১৩ নভেম্বর পর্যন্ত, শুক্রের অশুভ প্রভাব এড়াতে এবং শুভ প্রভাব নিশ্চিত করতে, জাতক-জাতিকা গরুকে জোয়ারের রুটি খাওয়াতে পারেন। এতে সব কিছু ঠিক হয়ে যাবে।
advertisement
সিংহ
সিংহ রাশিতে শুক্রাচার্য চতুর্থ স্থানে গমন করবেন। শুক্রের এই গোচরের প্রভাবে সিংহ জাতক-জাতিকার সঙ্গে তাঁর মায়ের বিবাদ ঘটরা সম্ভাবনা তৈরি হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য তাঁকে অনেক চেষ্টা করতে হবে। আর্থিক ভাবেও কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন সিংহ জাতক-জাতিকারা। জমি, বাড়ি ও যানবাহনের সুবিধা পেতে কিছুটা বিলম্ব হতে পারে। অতএব, ১৩ নভেম্বর পর্যন্ত এ ধরনের সমস্যা এড়াতে এবং পরিস্থিতি সংশোধন করার জন্য, কুম্ভকারের কাছ থেকে মাটির তৈরি কোনও উপহার এনে মাকে দেওয়া যেতে পারে। এতে মায়ের সঙ্গে জাতক-জাতিকার সম্পর্ক ভাল থাকবে।
advertisement
কন্যা
কন্যা রাশির তৃতীয় স্থানে গমন করবে শুক্রাচার্য। তার প্রভাবে জাতক-জাতিকার জীবনে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। পিতামাতার সম্পূর্ণ সুখ মিলবে। এর মধ্যে, জাতক-জাতিকা তীর্থস্থানে ভ্রমণের সুযোগও পেতে পারেন। এ সময় সকলের প্রিয় হয়ে থাকা যাবে। ভাইবোনের কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়া যাবে। আগামী ২৮ দিন শুক্রের এই শুভ অবস্থান বজায় রাখতে, কন্যা রাশির জাতক-জাতিকার উচিত বাড়ির সমস্ত মহিলাদের সম্মান করা এবং বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া। এটি তাঁর সুসময় বজায় রাখবে।
তুলা
তুলা রাশির দ্বিতীয় স্থানে গমন করবে শুক্র। এই গোচরের প্রভাবে তুলার জাতক-জাতিকার জীবনে আর্থিক অস্থিরতা তৈরি হতে পারে। তবে তাঁরা একান্ত স্বাধীন ভাবে বাঁচতে চাইবেন। সন্তানদের ক্ষেত্রেও কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা। বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হতে পারে। সাবধানে থেকে এই সমস্যা এড়িয়ে যেতে হবে। এ ছাড়াও, শুক্রের অশুভ অবস্থান এড়াতে এবং শুভ ফল নিশ্চিত করতে, জাতকেরা মন্দিরে ২০০ গ্রাম ঘি দান করতে পারেন। সম্ভব হলে গব্য ঘি দান করতে হবে। এতে আর্থিক অবস্থার উন্নতি হবে।
বৃশ্চিক—
শুক্রাচার্য বৃশ্চিক রাশিতে গমন করছে। তাই এই রাশির প্রথম স্থানেই আসবেন তিনি। শুক্রের এই গোচরে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সব ধরনের সুবিধা পাবেন। নিজের একটি যানবাহন পাওয়া যেতে পারে। ব্যবসায়িক কাজেও লাভ থাকবে। জাতক-জাতিকার প্রেমের সম্পর্ক দৃঢ় হবে। সন্তান সুখ। সুস্বাস্থ্য বজায় থাকবে। অতএব, ১৩ নভেম্বর পর্যন্ত জীবনে শুক্রের শুভ ফল নিশ্চিত করতে, জলে সামান্য দই মিশিয়ে স্নান করা উচিত।
ধনু—
ধনু রাশির দ্বাদশ ঘরে গমন করবে শুক্র। ধনু রাশির বিবাহিত জাতক-জাতিকারা শুক্রের এই গোচরের ফলে সৌভাগ্যের দেখা পাবেন। দাম্পত্য সুখ বাড়বে। অর্থিক দিক থেকেও ধনু রাশির জাতক-জাতিকার অবস্থান ভাল হবে। এছাড়াও জাতক-জাতিকা একজন ভাল কবি হিসেবে স্বীকৃতি পেতে পারেন। অতএব, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত শুক্রের শুভ ফল পেতে বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে নীল ফুল পুঁতে দিতে হবে মাটিতে। এতে জীবনে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে।
মকর—
মকর রাশির ক্ষেত্রে শুক্রাচার্য জাতকের একাদশ ঘরে গমন করতে চলেছেন। শুক্রের এই গোচরের প্রভাবে জাতক-জাতিকার প্রকৃতি বার বার পরিবর্তন হতে পারে। মকর রাশির জাতক-জাতিকার আয় ১৩ নভেম্বর পর্যন্ত ঠিক থাকবে। নিজের ইচ্ছা পূরণ করতে বেশ কিছুটা সময় লাগতে পারে, যা চলতে থাকা কাজও বন্ধ করে দিতে পারে। তাই নিজের আয় বাড়াতে এবং ইচ্ছা পূরণের পাশাপাশি শুক্রের অশুভ অবস্থান এড়াতে মন্দিরে সলতে তৈরি করে দান করা উচিত। এতে জাতক-জাতিকার আয় ভাল হবে এবং তাঁদের সকল মনোষ্কামনা শীঘ্রই পূরণ হবে।
কুম্ভ—
১১ নভেম্বর কুম্ভ রাশির দশম ঘরে গমন করতে চলেছে শুক্রাচার্য। শুক্রের এই গোচর কুম্ভ রাশির জাতক-জাতিকার কর্মজীবনে সাফল্য এনে দেবে। সামনে এগিয়ে যাওয়ার অনেক ভাল সুযোগ আসতে পারে। ১৩ নভেম্বরের মধ্যে, জাতক-জাতিকার সঙ্গে সঙ্গে তাঁর পিতাও যথেষ্ট উন্নতি করতে পারবেন। অতএব, ১৩ নভেম্বর পর্যন্ত শুক্রের শুভ ফল বজায় রাখতে, কুম্ভ রাশির জাতক-জাতিকাকে মন্দিরে দই দান করতে হবে। এটি জাতক-জাতিকার কর্মজীবনে ভাল সুযোগ এনে দিতে সাহায্য করবে।
মীন—
মীন রাশির ক্ষেত্রে শুক্র রাশির নবম ঘরে গমন করবে। শুক্রের এই যাত্রার সময় কোথাও তীর্থযাত্রায় যাওয়া মীন রাশির জাতক-জাতিকার জন্য শুভ হবে। জাতক-জাতিকার বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ক্ষমতা বৃদ্ধি পাবে। নিজের পরিশ্রম অনুযায়ী ফল মিলবে। ভাগ্যের সমর্থনও পূর্ণ মাত্রায় পাওয়া যাবে। অতএব, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত শুক্রের শুভ অবস্থান নিশ্চিত করতে, মীন রাশির জাতক-জাতিকাদের একটি কালো বা লাল গরুর সেবা করা উচিত। এটি তাঁর ভাগ্যকে সুপ্রসন্ন রাখবে।
(Disclaimer:প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷)
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shukra Gochar 2022: শুক্রের বৃশ্চিক গমন! কোন রাশি পাবে নতুন চাকরি, কার জীবনে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, দেখে নিন এক নজরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement