Shani Gochar 2023: বছর শুরু হতে চলেছে শনিদেবের বিপরীত গোচর দিয়ে, কার ভাগ্যে কী রয়েছে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আমরা জেনে নেব শনিদেবের কুম্ভ রাশিতে গোচরের কারণে কোন কোন রাশির জাতক-জাতিকারা দুর্দান্ত আর্থিক সফলতা পেতে চলেছেন।
কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহচক্রের প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করে। গ্রহের এই অবস্থান পরিবর্তনে ১২টি রাশির জাতক জাতিকাদের জীবনই কম-বেশি প্রভাবিত হয়। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়পালনের দেবতা হিসেবে পূজা করা হয়। আগামী বছরের শুরুতেই ১৭ জানুয়ারি, ২০২৩ তারিখে শনিদেব মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন। শনির কুম্ভ রাশিতে প্রবেশ বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের কুন্ডলীতে বিপরীত রাজযোগ তৈরি করবে। বিপরীত রাজযোগের কারণে জাতক-জাতিকারা দারুণ সাফল্য পাবেন।
এবারে আমরা জেনে নেব শনিদেবের কুম্ভ রাশিতে গোচরের কারণে কোন কোন রাশির জাতক-জাতিকারা দুর্দান্ত আর্থিক সফলতা পেতে চলেছেন।
advertisement
কর্কট রাশি
শনি কর্কট রাশির অষ্টম ঘরের অধিপতি। আগামী ১৭ জানুয়ারি অষ্টম ঘরে শনিদেবের প্রবেশের কারণে সমাজে জাতক-জাতিকারা নানা ভাবে সম্মানিত হবেন এবং তাঁরা যে কোনও উচ্চপদে অভিষিক্ত হতে পারেন। আটক থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ হতে পারে।
advertisement
কন্যা রাশি
ষষ্ঠ ঘরে শনির অবস্থানে কারণে জাতক-জাতিকারা আইনি মামলা থেকে রেহাই পাবেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তাঁরা সফলতা পাবেন। রোগ-ব্যাধি থেকে মুক্তি মিলবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি
আগামী ১৭ জানুয়ারি ধনু রাশির জাতক-জাতিকারা শনির প্রবেশে সাড়ে সাতির দশা থেকে মুক্তি পাবেন। ধনু রাশির তৃতীয় ঘরে অবস্থানের কারণে জাতক-জাতিকারা সাহসী ও পরাক্রমশালী হয়ে উঠবেন। যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি মিলতে পারে।
advertisement
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের দ্বাদশ ঘরে শনির অবস্থানের কারণে তাঁদের ভ্রমণের যোগ তৈরি হতে পারে। পুরনো কোনও অসুখ থেকে জাতক-জাতিকারা মুক্তি পাবেন। চাকরিজীবীদের জন্য সময়টি ভাল। ব্যবসায়ীরা দুর্দান্ত আর্থিক সফলতা পাবেন। যে কাজেই জাতক-জাতিকারা হাত দেবেন সেখানেই তাঁরা সফল হবেন।
advertisement
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2022 10:16 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shani Gochar 2023: বছর শুরু হতে চলেছে শনিদেবের বিপরীত গোচর দিয়ে, কার ভাগ্যে কী রয়েছে?