Sawan Somvar 2023: ১৯ বছর পর শ্রাবণ সোমবারের এমন যোগ, বদলে যেতে পারে আপনার ভাগ্য! 'অধিক মাস' নিয়ে জানুন

Last Updated:

Sawan Somvar 2023: ১৯ বছর পর, এমন যোগ তৈরি হচ্ছে। যেখানে প্রায় দু’মাস ধরে চলবে শ্রাবণ। একে বলা হয় ‘অধিক মাস’।

শ্রাবণ সোমবারে শিব পূজা
শ্রাবণ সোমবারে শিব পূজা
কলকাতা: শ্রাবণ এক বিশেষ মাস। ভগবান শিবের উদ্দেশে উৎসর্গ করা এই মাস। ইতিমধ্যেই শিবমন্দিরগুলিতে ভিড় হতে শুরু করেছে। ২০২৩ সালের শ্রাবণ মাস, বিশেষ হতে চলেছে। সর্বভারতীয় পঞ্জিকা অনুসারে এই বছর শ্রাবণ মাস ৩০ দিনের নয়, ৫৯ দিনের হবে।
১৯ বছর পর, এমন যোগ তৈরি হচ্ছে। যেখানে প্রায় দু’মাস ধরে চলবে শ্রাবণ। একে বলা হয় ‘অধিক মাস’। এর অর্থই হল চারটির পরিবর্তে আটটি সোমবার পাবেন শিবভক্তরা।
রাজস্থানের পণ্ডিত কমলেশ ব্যাস জানান, এবার অধিক মাস থাকায় শ্রাবণ মাস ৩০ দিনের পরিবর্তে ৫৯ দিনের হতে চলেছে। ফলে ৪ জুলাই থেকে শুরু হয়ে এই বিশেষ পবিত্র মাস চলবে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত। ভক্তরা আরও বেশিদিন পাবেন শিব পূজা করার।
advertisement
advertisement
আরও পড়ুন: রাজ্যের দুই জেলায় বিরাট বদল আবহাওয়ার! বৃষ্টি উধাও, ফিরবে তাপপ্রবাহ? জানুন
শ্রাবণ মাসের সোমবারগুলিতে সারাদিনই শিব মন্দিরে ভিড় থাকে। দান, ধ্যান, জপ, তপ তো রয়েছেই, তাছাড়া এই সময় হরিদ্বার বা গঙ্গাসাগরে স্নানের গুরুত্ব রয়েছে। এর পাশাপাশি ক্ষুধার্তকে খাওয়ানো, অসহায়কে সাহায্য করা, সোমবার শিবের উপবাস পালন করাকে খুব পবিত্র বলে মনে করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী এতে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
আরও পড়ুন: সব ভোটকর্মীর ব্যাগে কার্বলিক অ্যাসিড ঢুকিয়ে দিচ্ছে কমিশন, কারণ জানলে চমকে যাবেন!
শিব পূজার পাশাপাশি মঙ্গলা গৌরীর উপবাসও পালন করতে হবে এই সময়। মঙ্গলা গৌরীর উপবাসে ভগবান শিব সন্তুষ্ট হন।
পণ্ডিত কমলেশ ব্যাস বলেন, যেকোনও মাসই অধিক হলে তার গুরুত্ব বেড়ে যায়। এদিকে শ্রাবণ মাসও খুব গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। এই বছর শ্রাবণ মাস অধিক মাস হওয়ায় তার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এই মাসে করা সমস্ত যাগযজ্ঞ, পুণ্যকার্য বা দান সরাসরি ভগবানের চরণে পৌঁছে যাবে। এতে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হবে।
advertisement
এই মাসে রুটির ভোগ দেওয়াও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গ্রামাঞ্চলে, এই মাসে প্রতিদিন মহিলারা রুটি তৈরি করে ভগবান শিবকে অর্পণ করেন। এতে ভগবান সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোস্কামনা পূরণ করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Sawan Somvar 2023: ১৯ বছর পর শ্রাবণ সোমবারের এমন যোগ, বদলে যেতে পারে আপনার ভাগ্য! 'অধিক মাস' নিয়ে জানুন
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement