Raksha Bandhan 2023 Date : রাখি পূর্ণিমায় এবার ভদ্রা! অশুভ সময় পার করে কখন বাঁধবেন রাখি, জেনে নিন বিস্তারিত

Last Updated:

Raksha Bandhan 2023 Date & Time Mahurat in Bengal : হিন্দু ধর্মে রাখিবন্ধন উৎসবের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ উৎসবে বোনেরা তাঁদের ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে দেন, তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

রাখি পূর্ণিমায় এবার ভদ্রা! অশুভ সময় পার করে কখন বাঁধবেন রাখি, জেনে নিন বিস্তারিত (Representative Image)
রাখি পূর্ণিমায় এবার ভদ্রা! অশুভ সময় পার করে কখন বাঁধবেন রাখি, জেনে নিন বিস্তারিত (Representative Image)
কলকাতা: হিন্দু ধর্মে চান্দ্রমাসকেই মান্য ধরা হয়। তাই অনেক সময়ই দেখা যায় কোনও উৎসব বা পার্বন এক দিনের বদলে দু’দিন ধরে হচ্ছে। অনেক সময়ই দুর্গাপুজোর কোনও কোনও তিথি দু’দিন ধরে চলে। এবার রাখিবন্ধনও তেমনই হতে চলেছে।
হিন্দু ধর্মে রাখিবন্ধন উৎসবের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ উৎসবে বোনেরা তাঁদের ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে দেন, তাঁর দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি ভাইও তাঁর বোনকে বিপদে-আপদে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এই উৎসব আসলে ভাই ও বোনের ভালবাসার অটুট বন্ধন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রক্ষা-বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা।
advertisement
advertisement
চলতি বছর ৩০ ও ৩১ অগাস্ট দু’দিন ধরে পালিত হবে এই উৎসব। ফলে তিথি অনুযায়ী দু’দিন রাখি বন্ধন করা যাবে। তবে এর অন্য একটি দিক দেখা যাচ্ছে এই বছর। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবার ভদ্রা পড়ছে রাখি পূর্ণিমায়। জ্যোতিষশাস্ত্র ভদ্রা নক্ষত্রকে অশুভ মনে করে। তাই সেই সময় কোনও শুভ কাজ করা ঠিক নয়। জেনে নেওয়া যাক ঠিক কোন সময়টি রাখি বন্ধনের জন্য শুভ ও উপযুক্ত হতে পারে—
advertisement
রাখি বন্ধনের শুভ সময়:
অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম বলেছেন যে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর শ্রাবণ পূর্ণিমা তিথি ৩০ অগাস্ট সকাল ১০টা বেজে ৫৮ মিনিট থেকে শুরু হয়ে ৩১ অগাস্ট সকাল ৭টা বেজে ৫ মিনিট পর্যন্ত থাকবে। ফলে ৩০ অগাস্ট সকাল ১০:৫৮ থেকে রাখি বন্ধনের শুভ সময় শুরু হবে, যা ৩১ অগাস্ট সকাল ৭:০৫ মিনিটে শেষ হবে।
advertisement
কিন্তু ৩০ অগাস্ট সকাল ১০:৫৮ থেকে ভদ্রা শুরু হবে, এটি শেষ হবে ৩০ অগাস্ট রাত ৯টা বেজে ০১ মিনিটে। ভদ্রায় রাখি বন্ধন শুভ বলে মনে করা হয় না। তাই এর পরেই রাখি বাঁধা যেতে পারে। পরের দিন, ৩১ অগাস্ট সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত রাখি পূর্ণিমা থাকবে।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Raksha Bandhan 2023 Date : রাখি পূর্ণিমায় এবার ভদ্রা! অশুভ সময় পার করে কখন বাঁধবেন রাখি, জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement