Oracle Speaks: ওরাকল স্পিকস ৯ এপ্রিল: প্রেম না স্বাস্থ্য কোনটা ভোগাবে কাল? দেখে নিন ভাগ্যফল, সৌভাগ্যের চিহ্ন!
- Published by:Madhurima Dutta
Last Updated:
Oracle Speaks Horoscope 9 April Saturday: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি কালকের দিনে!
Oracle Speaks 9 April 2022: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি কালকের দিনে!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কাল অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় হতে পারে। কোনও বিষয়ে অধিক আত্মবিশ্বাস থাকলে তা পরিহার করে চলাই ভালো।
advertisement
লাকি সাইন– জুট চেয়ার
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
পারিবারিক বিষয়ে কোনও সমস্যায় ব্যস্ততা বাড়তে পারে। ভাই-বোনের আপনার কাছ থেকে সাহায্য প্রয়োজন।
advertisement
লাকি সাইন– জেড প্ল্যান্ট
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
কাল কাজকে অগ্রাধিকার দিতে হবে। মানসিক অস্বস্তি থাকলে তা আগে দূর করতে হবে।
লাকি সাইন– ফিশ ট্যাঙ্ক
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
কাল সারাদিন বেশ ইতিবাচক মনোভাব থাকবে। বিদেশি বিনিয়োগে ভালো ফল মিলতে পারে কিন্তু তা স্থিতিশীল নয়।
লাকি সাইন- ঈগল
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কাল কাজের জায়গায় কর্মকর্তারা আপনার কাজ নিয়ে প্রশ্ন তুলতে পারে। স্ত্রীর মতামতকেও গুরুত্ব দিতে হবে।
লাকি সাইন- চিঠি
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কোনও বিষয়ে মনোনিবেশ করা আপাতত কষ্টকর মনে হলেও তা করেই যেতে হবে।
লাকি সাইন- সিল্ক স্কার্ফ
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কাল চিন্তা-ভাবনাতেও পরিবর্তন আসতে পারে। নতুন কোনও কাজে মনোনিবেশ করতে চাইলে ভাল একটি দিন।
advertisement
লাকি সাইন- গোল্ড গ্রেভিং
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
যাঁরা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাঁদের অপ্রত্যাশিত লাভ হতে পারে। সম্পত্তিতে বিনিয়োগের জন্য ভালো দিন।
লাকি সাইন– হলুদ বাক্স
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
মানসিক ভাবে দুর্বল বোধ হতে পারে। খুব শীঘ্রই কোনও ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
লাকি সাইন– সাদা নেট
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
পরিবারের কেউ অসুস্থ থাকলে তিনি কাল সুস্থ বোধ করবেন। অর্থকড়ির দিকে থেকেও দিনটি শুভ।
লাকি সাইন– মুক্তা
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
নতুন কোনও পরিকল্পনায় মানিয়ে নিতে সময় লাগবে, সে ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে।
লাকি সাইন– পুরোনো প্রিয় গ্যাজেট
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
ধীর গতিতে এবং অবিচল ভাবেই থেকেই আপনি কাল জিতবেন। সন্ধ্যার দিকে বেশ উপভোগ করার মতো মুহূর্ত আসবে।
advertisement
লাকি সাইন- নক্ষত্রপুঞ্জ
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
advertisement
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2022 7:30 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ৯ এপ্রিল: প্রেম না স্বাস্থ্য কোনটা ভোগাবে কাল? দেখে নিন ভাগ্যফল, সৌভাগ্যের চিহ্ন!