কেবল মাত্র মহিলাদের নিয়ে সোমবার সন্ধ্যায় তিলোত্তমার রেস্টোপাবে অনুষ্ঠিত হল ‘সই’ সঙ্গীতানুষ্ঠানের সপ্তম সিজন। ৮ মার্চের আন্তর্জাতিক নারী দিবস উদযাপনেরই একটি বর্ধিত অংশ ছিল এইদিনের উৎসব।
2/ 7
এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় ২৫ জন মহিলা। লাবণ্য ঘোষের নৃত্য আবৃত্তি দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এস্রাজ শিল্পী অপরাজিতা চক্রবর্তী রবি ঠাকুরের ‘তুমি রবে নীরবে’র সুর তুলে অনুষ্ঠানটির মেজাজ তৈরি করে দেন। ছবি সৌজন্যে- ফেসবুক
3/ 7
অনুষ্ঠানে অংশ নেয় দ্য বং ডিভাস ব্যান্ডও। পল্লবী চট্টোপাধ্যায় , বর্ণিনী চক্রবর্তী, সমদীপ্তা মুখোপাধ্যায়, হিমঝুরি রায়, মেঘা এবং সাধনার গানে জমে ওঠে সোমবারের সন্ধ্যা। ছবি সৌজন্যে- ফেসবুক
4/ 7
এই বিশেষ অনুষ্ঠানে শুধুমাত্র নতুন এবং প্রতিভাবান গায়িকারাই অংশ নেন। স্বাধীন সঙ্গীতশিল্পীদের দর্শকদের সামনে নিজেদের মৌলিক গান তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের মধ্যে অন্যতম সায়ক দাস এবং বাকি সমস্ত দলকেই ধন্যবাদ জানান শিল্পী পল্লবী চট্টোপাধ্যায়।
5/ 7
এই বিশেষ অনুষ্ঠানের সপ্তম সিজন ছিল এটি। সেখানে প্রথমবার গান গাইলেন অনুষ্কা পাত্র। স্বাভাবিকভাবেই অভিভূত তিনি।
6/ 7
অনুষ্ঠানে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, শ্রেয়া মুখোপাধ্যায় ভট্টাচার্য এবং মানসী রায়ের মতো কৃতীদেরও।
7/ 7
দ্য বং ডিভাস ব্যান্ডের সদস্য সোনালি জানান, “লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের এই শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে আমরা আনন্দিত।”