Numerology Suggestion: সংখ্যা ২ শক্তিশালী হলে কোন পেশা বেছে নেবেন, জেনে নিন কী বলছে সংখ্যাতত্ত্ব

Last Updated:

Numerology Suggestion: যাঁদের সংখ্যা ২-এর অধীনে জন্মেছেন তাঁদের অধিপতি চন্দ্রদেব। এঁরা খুবই শৃঙ্খলাপরায়ণ স্বভাবের হয়ে থাকেন।

ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। সেই হিসেবে জাতক-জাতিকার সঙ্গে কোন সংখ্যার জাতক-জাতিকার প্রেম সম্পর্ক সুখের হবে, তাও বলে দিতে পারে সংখ্যাতত্ত্ব। যাঁদের জন্ম সংখ্যায় ২ খুব শক্তিশালী, কেমন হয় তাঁদের চরিত্র, ভাগ্য, ভবিষ্যৎ, জেনে নেওয়া যাক।
যাঁদের সংখ্যা ২-এর অধীনে জন্মেছেন তাঁদের অধিপতি চন্দ্রদেব। এঁরা খুবই শৃঙ্খলাপরায়ণ স্বভাবের হয়ে থাকেন। একই সঙ্গে জাতক-জাতিকার মধ্যে সময়ানুবর্তিতাও কাজ করে খুব বেশি। এঁরা সব কিছুতেই উৎসাহ বোধ করেন, আবার সমস্ত কাজ গুছিয়ে করতে ভালবাসেন। যেকোনও সম্পর্কের ক্ষেত্রে এঁরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি এঁরা সমাজের সঙ্গে যোগাযোগ রেখে চলতেই পছন্দ করেন। আবেগপ্রবণতা এঁদের জীবনধর্মের মূখ্য প্রবণতা। যদিও এঁরা ভীষণ নমনীয় স্বভাবের হয়ে থাকেন। এঁদের মধ্যে দয়া, করুণার পাশাপাশি আধ্যাত্মিকতাও থাকে প্রবল ভাবে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এঁরা নিষ্পাপ স্বভাবের হয়ে থাকেন। যেকোনও ধরনের মানুষের যোগ্য সঙ্গী হয়ে উঠতে এঁরা সিদ্ধহস্ত।
advertisement
তবে মনে রাখতে হবে, এঁরা খুব সহজেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। সামান্য বিষয়েই এঁরা হতাশ হয়ে পড়েন। সব দিক বিবেচনা করে অতিসতর্কতার সঙ্গে সব পদক্ষেপ করেন। আবার এঁরা সব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসেন। ফলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
advertisement
advertisement
আদর্শ পেশা:
দুধ বা তরল ব্যবসা, রাসায়নিক, পেট্রোলিয়াম, আইসক্রিম, ওষুধ, প্রযুক্তি, আইন ব্যবসার পাশাপাশি এঁরা ক্রীড়া ক্ষেত্রে, গোয়েন্দা বিভাগেও সফল হতে পারেন।
শুভ রঙ: সাদা ও নীল
শুভ সংখ্যা: ২ ও ৬
advertisement
শুভ দিন: সোমবার
প্রতিকার:
১. আশ্রমে দুধ দান করুন।
২. সোমবার ভগবান শিবের দুগ্ধাভিষেক করুন।
৩. ক্ষুদ্র ব্যবসা বা স্টার্ট-আপের সঙ্গে যুক্ত হোন।
৪. মোবাইল নম্বরের সর্বমোট ৬ হওয়া দরকার।
৫. চন্দ্র মন্ত্র জপ করুন।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestion: সংখ্যা ২ শক্তিশালী হলে কোন পেশা বেছে নেবেন, জেনে নিন কী বলছে সংখ্যাতত্ত্ব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement