Viral Optical Illusion: দূরে একটা, কাছে একটা, বলুন তো কোন বলটা বড়, A না B? যাচিয়ে নিন নিজের দৃষ্টিশক্তি
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Viral Optical Illusion: আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সাদা-কালো চেকে মোড়া দুটো বল। বলতে হবে এদের মধ্যে কোনটা আয়তনে বড়- A না B?
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।

এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
আরও পড়ুন: আচমকাই ফের বাড়বে গরম, অস্বস্তি! দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, কবে থেকে ভোলবদল? কী বলছে হাওয়া অফিস
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সাদা-কালো চেকে মোড়া দুটো বল। বলতে হবে এদের মধ্যে কোনটা আয়তনে বড়- A না B?
advertisement
সত্যি বলতে কী, এক ঝলক দেখলে A বলটাকেই বড় বলে মনে হবে, B ছোট। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবি দেখে নেটিজেনদের অনেকে বলছেন নিশ্চয়ই B বড়, না হলে এই প্রশ্ন উঠবে কেন! অনেকে আবার বলছেন, দুটো বলের মাপই সমান। তাই যদি হবে, একটাকে বড় বলে মনে হচ্ছে কেন?
advertisement
এই প্রশ্নের উত্তরও দিয়েছেন ইউজাররা। বলছেন যে A দেওয়ালের দিকে রয়েছে, সেটা বড় বলেই বলটাকেও বড় বলে মনে হচ্ছে। অপটিক্যাল ইলিউশন বলেই আদতে এত জটিলতা, যদি এটা ত্রিমাত্রিক ছবি হত, তাহলে নির্দ্বিধায় A বড় হত।
ইউজাররা ঠিক বলছেন, কী মনে হয়?
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 1:16 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: দূরে একটা, কাছে একটা, বলুন তো কোন বলটা বড়, A না B? যাচিয়ে নিন নিজের দৃষ্টিশক্তি