হোম /খবর /জ্যোতিষকাহন /
আবেগ,অঙ্গীকার সম্বল করেই একে অপরের ভরসা হয়ে ওঠে এই দুই সংখ্যা

Numerology: আবেগ,অঙ্গীকার সম্বল করেই একে অপরের ভরসা হয়ে ওঠে এই দুই সংখ্যা, জানুন কেমন হবে সঙ্গী

ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নিন, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৬, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারেন না।

  • Share this:

জীবনে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।

ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৬, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারেন না।

এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।

এই হিসেবে সংখ্যা ৬ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৬, ১৫, এবং ২৪ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ শুক্র। আর এই কারণেই সংখ্যা ১-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে, তাঁরা সংখ্যা ৬-এর পক্ষে উপযুক্ত নন। কেন?

কেন না সংখ্যা ১-এর অধিপতি গ্রহ সূর্য। সেই জন্যেই-

- এঁদের ব্যবসায়িক অংশীদারিত্ব এমনকী বৈবাহিক সম্পর্ক থেকেও বিরত থাকা উচিত।- এই দুই সংখ্যার বিরোধিতার কারণ হল তাঁদের আবেগ। আসলে পরিবার, বাড়ি, বন্ধুবান্ধব, সমাজ - এই সব কিছুকেই ভালোবাসে সংখ্যা ৬। অন্য দিকে সংখ্যা ১ আবার আত্মনির্ভর এবং নিজের মধ্যেই সব সময় ডুবে থাকে।- সংখ্যা ১-এর জাতক-জাতিকারা নিজেই নিজের কাজ করতে ভালোবাসেন আর এঁরা খুবই দৃঢ়চেতা হন। এঁদের নোয়ানো যায় না। আবার সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা অন্যদের উপর নির্ভর করেন এবং অন্যদের সহায়তা চান। সেই সঙ্গে অন্যদের সাহায্যের জন্য সব সময় প্রস্তুত থাকেন এঁরা। সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা আবার কড়া ব্যক্তিত্বের অধিকারী। ফলে এই দুই সংখ্যা একসঙ্গে থাকলে বিবাদ অবশ্যম্ভাবী।- তবে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে এঁদের সঙ্গে রাখা উচিত সংখ্যা ২-এর জাতক-জাতিকাদের। কারণ সংখ্যা ২ ওই দুই সংখ্যার মধ্যে দারুন মধ্যস্থতা করতে পারে।

শুভ রঙ: বেইজশুভ দিন: রবিবার এবং শুক্রবারশুভ সংখ্যা: ৫দান: অনুগ্রহ করে শিশুদের জাফরান মিশ্রিত দুগ্ধ দান করুন

আবার, সংখ্যা ২, যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে, তাঁরা সংখ্যা ৬-এর পক্ষে উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন। কারণ-

- এই দুই সংখ্যাই একই ধরনের জীবনযাপন পছন্দ করেন কিন্তু এঁদের নীতিগত পার্থক্য থাকে।- উভয় সংখ্যার জাতক-জাতিকাই আবেগপ্রবণ। আর এই দুই সংখ্যাই অঙ্গীকারের সংখ্যা। ফলে প্রেম কিংবা বিবাহের ক্ষেত্রে এঁরা একে অপরের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারেন।- এই উভয় সংখ্যার জাতক-জাতিকা যদি গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন, তবে দারুন সাফল্যের অধিকারী হতে পারেন।- এই দুই সংখ্যার মেয়েরা পরিবারের জন্য আদর্শ পুত্রবধূ হয়ে উঠতে পারেন।- উভয় সংখ্যাই একে অপরের সঙ্গে কাজ করতে চায়। সেই সঙ্গে এদের একাকীত্বের ভয়ও তাড়া করে বেড়ায়। ফলে একটা ভাল টিম হয়ে উঠতে পারে এই দুই সংখ্যা।

শুভ রঙ: নীল এবং কালোশুভ দিন: সোমবার এবং শুক্রবারশুভ সংখ্যা: ২ এবং ৬দান: অনুগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার উদ্দেশ্যে মিছড়ি নিবেদন করুন

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Numerology