Numerology Suggestions: বিশ্বকর্মা পুজোর দিন লাল রুমাল দান করুন! কয়েক কদম এগিয়ে থাকুন

Last Updated:

Numerology Suggestions: এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক শনিবার কার ভাগ্যে কী রয়েছে!

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক শনিবার কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
আজ আত্মবিশ্বাস বাড়ানোর দিন। সমস্ত সমস্যা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আর তাড়াতাড়িই নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।
advertisement
শুভ রঙ: অ্যাকোয়া ৷
শুভ দিন: বুধবার ৷
শুভ সংখ্যা: ৯ ৷
দান: অনুগ্রহ করে আজ আশ্রমে গম দান করুন ৷
advertisement
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
কঠোর পরিশ্রমের ক্ষমতা এবং সততাই আপনার জয়ের মূল চাবিকাঠি। আজ বুদ্ধি খাটিয়ে চলতে হবে, না-হলে অন্যরা আপনার সারল্যের অপব্যবহার করবে।
শুভ রঙ: নীল ৷
শুভ দিন: সোমবার ৷
শুভ সংখ্যা: ৬ ৷
দান: অনুগ্রহ করে আজ গবাদি পশুদের জল দান করুন ৷
advertisement
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
যে কোনও পরিস্থিতিতে আপনি কাজ করার ক্ষমতা রাখেন। ফলে শীঘ্রই সাফল্য পাবেন। আপনার সৃজনশীল ভাবনা ও সুন্দর বাচনভঙ্গি অন্যদের আকর্ষণ করবে।
শুভ রঙ: কমলা এবং নীল ৷
শুভ দিন: বৃহস্পতিবার ৷
শুভ সংখ্যা: ৩ এবং ৯ ৷
advertisement
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের সূর্যমুখী তেল দান করুন ৷
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
উচ্চ পদে যাঁরা রয়েছেন, তাঁরা আরও বেশি উন্নতি করবেন। আর্থিক বিষয়ক কোনও পরিকল্পনা থাকলে তা অন্যদের সঙ্গে শেয়ার না-করাই ভাল।
শুভ রঙ: নীল এবং ধূসর ৷
advertisement
শুভ দিন: মঙ্গলবার ৷
শুভ সংখ্যা: ৯ ৷
দান: অনুগ্রহ করে আজ ভিক্ষুকদের জুতো দান করুন ৷
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
আজ বাধা-বিপত্তি কমানোর ক্ষেত্রে ভাগ্য বড় ভূমিকা পালন করতে চলেছে। যন্ত্রপাতি কেনা, সম্পত্তি বিক্রয় এবং চুক্তি স্বাক্ষর করার জন্য আজকের দিনটা উপযুক্ত।
advertisement
শুভ রঙ: টিল ৷
শুভ দিন: বুধবার ৷
শুভ সংখ্যা: ৫ ৷
দান: অনুগ্রহ করে আজ অনাথাশ্রমের শিশুদের সবুজ ফল দান করুন ৷
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
সময় আজ সহায় থাকবে, ফলে যে কোনও স্বপ্ন পূরণ করে নিতে হবে। আর আজ সমস্ত কিছু ভাল হবে এবং পরিবারও পাশে থাকবে।
advertisement
শুভ রঙ: আকাশী ৷
শুভ দিন: শুক্রবার ৷
শুভ সংখ্যা: ৬ এবং ৯ ৷
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের দই ভাত দান করুন ৷
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
কর্মক্ষেত্রে উন্নতি এবং সাফল্য তো বাড়বেই। তবে বিশ্বাসভঙ্গের কারণে মন ভেঙে যেতে পারে। আর বাস্তববুদ্ধির থাকার ফলে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়েও আসবেন।
শুভ রঙ: সবুজ ৷
শুভ দিন: সোমবার ৷
শুভ সংখ্যা: ৬ ৷
দান: অনুগ্রহ করে আজ অনাথাশ্রমে দুধ দান করুন ৷
কর্মক্ষেত্রে কোনও কাজে নেতৃত্ব দেওয়ার জন্য এটাই আদর্শ সময়। আর সকলেই আপনাকে অনুসরণ করবে। টাকা-পয়সার দিকে নজর রাখতে হবে এবং পরিবারকেও সময় দিতে হবে।
শুভ রঙ: পার্পল ৷
শুভ দিন: শুক্রবার ৷
শুভ সংখ্যা: ৬ ৷
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের ছাতা দান করুন ৷
আজ ভাগ্য ইতিবাচক মোড় নেবে এবং আপনার সহায় থাকবে। আর্থিক লাভ এবং সম্পত্তির রেজিস্ট্রেশন নির্বিঘ্নেই সম্পন্ন হবে।
শুভ রঙ: লাল ৷
শুভ দিন: মঙ্গলবার ৷
শুভ সংখ্যা: ৯ ৷
দান: অনুগ্রহ করে আজ একটি লাল রুমাল দান করুন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: বিশ্বকর্মা পুজোর দিন লাল রুমাল দান করুন! কয়েক কদম এগিয়ে থাকুন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement