Name Starts with K: চেনা কেউ আছেন না নিজেরই নামের শুরু 'K' দিয়ে? এমন ব্যক্তিরা ঠিক কেমন চরিত্রের হন?

Last Updated:

Name Starts with K: জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও ব্যক্তির নামের প্রথম বর্ণের ভিত্তিতেও তাঁর ব্যক্তিত্বের গুণাবলী এবং অনেক অজানা তথ্য জানা যায়। আজ আমরা ইংরেজি বর্ণমালার 'K' দিয়ে শুরু নামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলব।

কলকাতা: আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে, নামের প্রথম অক্ষর এমন একটি বর্ণ যা আমাদের মস্তিস্কের সঙ্গে সংযুক্ত হয় এবং সাড়াও দেয়। আমাদের নাম, নির্দিষ্ট বর্ণের সংমিশ্রণে উচ্চারিত শব্দ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং এমনকী আমাদের কর্মজীবনের উপরেও প্রভাব ফেলতে পারে! জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও ব্যক্তির নামের প্রথম বর্ণের ভিত্তিতেও তাঁর ব্যক্তিত্বের গুণাবলী এবং অনেক অজানা তথ্য জানা যায়। আজ আমরা ইংরেজি বর্ণমালার 'K' দিয়ে শুরু নামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলব।
লাজুক
'K' বর্ণটিকে আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিও বলা হয়। এঁরা একা থাকতে পছন্দ করেন। বন্ধু নির্বাচনের ব্যাপারেও এঁরা খুবই খুঁতখুতে। অসংখ্য বন্ধুর তুলনায় এঁরা কয়েকজন কাছের বন্ধুর ওপরে বেশি নির্ভরশীল। তবে কখনও কখনও এঁরা একাকিত্বেও ভোগেন।
advertisement
advertisement
যত্নশীল
কাছের মানুষের যত্ন নেওয়া, ভালোবাসা, তাঁদের কথা ভাবা এগুলো এঁদের স্বভাবজাত অন্যতম বৈশিষ্ট্য। তবে এঁদের একতরফা প্রচেষ্টা সর্বদা সুফল দেয় না, উল্টোদিকের মানুষটি থেকে যখন একই যত্ন এঁরা পান না, তখন হতাশায় ভুগতে শুরু করেন।
সাহসী
অত্যধিক যত্নশীল ও ছোট সামাজিক বৃত্তের মধ্যে থাকতে পছন্দ করলেও এঁদের সাহসের অভাব নেই। সবচেয়ে বড় কথা বর্তমান স্বার্থপরতার যুগে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে গেলেও যে একবুক সাহসের প্রয়োজন তা এঁদের বিলক্ষণ আছে।
advertisement
গর্বিত ভাব
এঁরা এমন অনেক কাজই জানেন যা সত্যি গর্ব করার মতো বিষয়। এই ব্যাপারে এঁরা নিজেরাও যথেষ্ট সচেতন, তাই এঁরা মনে মনে গর্বিত হন ও আত্মবিশ্বাস অনুভব করেন।
চরমপন্থী আচরণ
advertisement
নিঃস্বার্থ ভাবে ভালোবাসার মানুষটিও কিন্তু কখনও কখনও চরমপন্থা অবলম্বন করেন। এঁরা আসলেই তাই। সামাজিক ভাবে খানিকটা তফাতে থাকার কারণেও এঁদের মধ্যে নানা বিষয়ে জেদ বাড়তে থাকে।
নতুন সূচনা
জ্যোতিষশাস্ত্র অনুসারে 'K' বর্ণ দিয়ে শুরু নামের ব্যক্তিরা নতুন সূচনার প্রতীক। তাই এঁদের জীবনে যতই জড়ঝাপটা আসুক না কেন, এঁরা ফের নতুন করে বেঁচে ওঠেন। তবে এমন কথাও বলা হয় এঁরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত খুব একটা পরিবর্তন বা বিবর্তনের পক্ষে নয়। ফলে এই নামধারী ব্যক্তিরা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বৈশিষ্ট্য-সহ বেঁচে থাকেন। তাই এঁদের জীবনের স্থিতিশীলতা ও প্রতিশ্রুতি রক্ষাকারী বর্ণের মানুষও বলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Name Starts with K: চেনা কেউ আছেন না নিজেরই নামের শুরু 'K' দিয়ে? এমন ব্যক্তিরা ঠিক কেমন চরিত্রের হন?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement