Money Luck: ১১ অগাস্ট হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? জেনে নিন

Last Updated:

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

Money
Money
কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, ব্যবসায় ধৈর্যাবলম্বন প্রয়োজন।
প্রতিকার – অনুগ্রহ করে কোনও দরিদ্রকে লাল ফল দান করুন।
advertisement
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্যে দিয়েই লক্ষ্যে পৌঁছতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে হনুমানজির আরতি করুন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
ধার নেওয়া থেকে বিরত থাকতে হবে, রুটিন মেনে কাজ করতে হবে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
ব্যবসা হোক বা কর্মক্ষেত্র, তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
প্রতিকার – অনুগ্রহ করে গরুকে সবুজ ঘাস বা পালং শাক খেতে দিন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
প্রতিযোগিতা থাকলেও অর্থনৈক শ্রীবৃদ্ধি জীবনে আশা এনে দেবে।
প্রতিকার – অনুগ্রহ করে দুর্গামন্দিরে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।
advertisement
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
সাবেকি পদ্ধতিতে কাজ করলেই আপাতত সাফল্য অর্জিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে লাল রঙের গরুকে গুড় খাওয়ান।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আর্থিক পরিকল্পনার কথা আপাতত কাউকে না জানানোই উচিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে কোনও দরিদ্রকে সাদা রঙের দ্রব্য দান করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
ব্যবসা হোক বা কর্মক্ষেত্র- মাথা গরম করলে লোকসানের মুখে পড়তে হবে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে বন্দী পাখিদের মুক্ত করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
ব্যবসা হোক বা কর্মক্ষেত্র- আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে কালো কুকুরকে মিষ্টি খাওয়ান।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আরও কঠের পরিশ্রম করতে হবে, তাতেই সাফল্য অর্জিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে কোনও শারীরিক প্রতিবন্ধীর সেবা করুন।
advertisement
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
ব্যবসা হোক বা কর্মক্ষেত্র- অপ্রত্যাশিত লাভ হতে চলেছে।
প্রতিকার – অনুগ্রহ করে ময়দার সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খাওয়ান।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
দীর্ঘমেয়াদি সাফল্যের লক্ষ্যে আপাতত মন দিতে হবে।
প্রতিকার – অনুগ্রহ করে সন্ধ্য়ায় অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Luck: ১১ অগাস্ট হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? জেনে নিন
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement