Money Luck: ৮ মার্চ সকাল-সকাল হাতে টাকা আসবে? না খরচ হবে বেশি? জেনে নিন আগেভাগে

Last Updated:

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

Money
Money
আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আর্থিক দিক থেকে অনবদ্য এক দিন কাটতে চলেছে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে মাছেদের ময়দার ডেলা নিবেদন করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
নতুন আর্থিক চুক্তির পূর্বে সতর্ক থাকা উচিত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিব চালিসা পাঠ করুন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
advertisement
সম্পত্তিতে বিনিয়োগ ভবিষ্যতে লাভজনক সাব্যস্ত হবে।
প্রতিকার – অনুগ্রহ করে সোমবার উপবাস এবং প্রদোষকালে ভগবান শিবের আরাধনা করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
পারিবারিক প্রয়োজনে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার – অনুগ্রহ করে শ্রীবিষ্ণুর আরাধনা করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আর্থিক দিক থেকে কোনও সুসংবাদ মিলতে পারে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে সপরিবার ভগবান শিবের আরাধনা এবং শিবলিঙ্গে বিল্বপত্র নিবেদন করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আর্থিক দিকে জটিলতার অবসানে সমৃদ্ধি আসতে চলেছে।
প্রতিকার – অনুগ্রহ করে রুদ্রাক্ষমালা সহযোগে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আর্থিক দিকের যাবতীয় প্রতিবন্ধকতা এবার মিটতে চলেছে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে প্রদোষকালে ভগবান শিবের আরাধনা করুন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
উপার্জনের নানা উৎস ধরা দেবে, অর্থাগম হবে।
প্রতিকার – অনুগ্রহ করে শিবলিঙ্গ শ্বেতচন্দনের তিলকে চর্চিত করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
পারিবারিক কারণে ব্যয়ের সম্ভাবনা, আয় বুঝে খরচ করাই কাম্য।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে গোমাতাকে সবুজ ঘাস নিবেদন করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
ফেলে রাখা কাজ শেষ করলেই এখন আর্থিক সাফল্য আসবে।
প্রতিকার – অনুগ্রহ করে ভগবান শিবের আরাধনা এবং শিব চালিসা পাঠ করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি এবং আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।
advertisement
প্রতিকার – অনুগ্রহ করে দুগ্ধ দ্বারা শিবলিঙ্গের অভিষেকের পরে তা দরিদ্রকে দান করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নতুন কাজে হাত দিলে তা আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করবে।
প্রতিকার – অনুগ্রহ করে কপালে সোমবার উপবাস এবং শিবলিঙ্গে ২১টি বিল্বপত্র নিবেদন করুন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Luck: ৮ মার্চ সকাল-সকাল হাতে টাকা আসবে? না খরচ হবে বেশি? জেনে নিন আগেভাগে
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement