Mars Transit 2022: কোনও গ্রহের রাশি পরিবর্তনকে গ্রহ গোচর বলা হয়ে থাকে ৷ এই মাসেই চারটি বড় গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে ৷ এদের মধ্যেই অন্যতম মঙ্গল মীন রাশি থেকে বেরিয়ে ২৭ জুন সকাল ৫.৩৯ মিনিটে মেষ রাশিতে গোচর হবে, অর্থাৎ রাশি পরিবর্তন হতে চলেছে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে মঙ্গলকে সাহস, ব্যবসায় শ্রীবৃদ্ধি ও পরাক্রমের কারক বলেই মনে করা হয় ৷ মঙ্গলের এই রাশি পরিবর্তন চার রাশির জাতক-জাতিকাদের আয়ের সঙ্গে সঙ্গে সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি করবে ৷ এই রাশির জাতক-জাতিকাদের বিশেষ সুবিধা হবে ৷
আরও পড়ুন: Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৯ মে: জন্মদিনের যোগফল কী বলছে? কেমন কাটবে রবিবারের দিনটা!
মিথুন (Gemini): মঙ্গলের গোচর এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ৷ কার্যক্ষেত্রে সম্মান পাবেন, আয়ের বৃদ্ধি হবে, ব্যবসায়ও ব্যাপক লাভ হবে ৷ ঋণ নেওয়া থেকে বাঁচতে হবে ৷ বাক্য সংযোম রাখতে হবে, মুখে এলেই যে কোনও কথা বলে দিতে হবে এমনটা মোটেই করা উচিৎ নয় ৷ সমস্ত মনষ্কামনা পূরণ হবে ৷
সিংহ (Leo): মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ভাগ্যের সঙ্গ পাবেন সিংহ রাশির জাতক-জাতকারা ৷ সম্পত্তি সংক্রান্ত মামলায় বিশেষ সুবিধা পাবেন ৷ পারিবারিক সুখ ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে ৷ চাকরি ও ব্যবসায় পরিস্থিতি অনুকূল থাকবে ৷ এই সময়ে বাড়ির সমস্ত কিছুই মঙ্গলময় হবে ৷ শান্তি থাকবে ভরপুর ৷
মকর (Capricorn): মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে চতুর্থ ভাব হতে চলেছে ৷ চতুর্থ ভাবকে সুখ বলেই চিহ্নিত করা হয় জ্যোতিষ শাস্ত্রে ৷ এই সময় সম্পত্তি পেতে পারেন ৷ কর্মক্ষেত্রে ভাল খবর পেতে পারেন ৷
মীন (Pices): মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ধনপ্রাপ্তি যোগ থাকবে ৷ ভাগ্যের সাহায সব সময়েই পাবেন ৷ যাত্রাযোগ সৃষ্টি হবে ৷ এমনকী বিদেশযাত্রার বড় সুযোগ আসে চলেছে ৷ যে সমস্ত কাজ করবেন তাতে সাফল্য আসবেই ৷ গাড়ি চালানোর সময়ে সাবধানে থাকতে হবে ৷ কথা বলার সময়ে শব্দ চয়ন ও বাক্য সংযোম থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় ৷
আরও পড়ুন: Vastu for Eating Food: স্বামী-স্ত্রী একই থালায় ভোজন করেন? সংসারের জন্য চরম খারাপ সময় আসছে!
Disclaimer: উপরোক্ত তথ্যগুলি বিচার বিবেচনা করে নিজের বুদ্ধি প্রয়োগ করে তবেই জীবনে প্রয়োগ করুন ৷ নিউজ ১৮ বাংলা অনুরোধ বা প্রভাবিত করেনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rashifal, Zodiac Sign